মাঘের শীত
মাঘের শীত
বিধান
মাঘের শীত যে আসলো গাঁয়ে
সোনার নুপুর দিয়ে পায়ে,
ঝিরিঝিরি হালকা বায়ে
শীতের কামড় লাগছে গায়ে।
ঘরের চালে রোজ সকালে
ফোঁটা ফোঁটা শিশির জ্বলে,
ভোরের পাখি ছোটে চলে
একা কিংবা ছোট্ট দলে।
হাঁড় কাপানো শীতের মাঝে
মন বসেনা কোন কাজে।
বৃদ্ধ শিশু সকল সাঝে
আগুন পোহায় নিয়ে মাঝে।
খেজুর রসের হাঁড়ি নিয়ে
যায় যেন রোজ হাকটি দিয়ে,
দরাদরি করি গিয়ে
রস কিনি বেশ কড়ি দিয়ে।
মায়ের হাতের ভাপা পিঠা
খাইতে লাগে বড়ই মিঠা,
হাক দিয়ে কয় খুড়া জ্যাঠা
আমায় ছেড়ে খাচেছ ক্যাঠা ।
মিলেমিশে বাড়ির সবে
খাচ্ছি চলছি একক ভবে,
স্মৃতি মোদের পড়ে রবে
যতই থাকি দূরে সবে ।
বিধান
মাঘের শীত যে আসলো গাঁয়ে
সোনার নুপুর দিয়ে পায়ে,
ঝিরিঝিরি হালকা বায়ে
শীতের কামড় লাগছে গায়ে।
ঘরের চালে রোজ সকালে
ফোঁটা ফোঁটা শিশির জ্বলে,
ভোরের পাখি ছোটে চলে
একা কিংবা ছোট্ট দলে।
হাঁড় কাপানো শীতের মাঝে
মন বসেনা কোন কাজে।
বৃদ্ধ শিশু সকল সাঝে
আগুন পোহায় নিয়ে মাঝে।
খেজুর রসের হাঁড়ি নিয়ে
যায় যেন রোজ হাকটি দিয়ে,
দরাদরি করি গিয়ে
রস কিনি বেশ কড়ি দিয়ে।
মায়ের হাতের ভাপা পিঠা
খাইতে লাগে বড়ই মিঠা,
হাক দিয়ে কয় খুড়া জ্যাঠা
আমায় ছেড়ে খাচেছ ক্যাঠা ।
মিলেমিশে বাড়ির সবে
খাচ্ছি চলছি একক ভবে,
স্মৃতি মোদের পড়ে রবে
যতই থাকি দূরে সবে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৭/০২/২০২২বেশ চমকপ্রদ
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০২/২০২২প্রকৃতি ও জীবনের অতুলণীয় সমন্বয়।
-
ফয়জুল মহী ০৫/০২/২০২২সুন্দর লেখনি,