স্কুলগামী খোকা
স্কুলগামী খোকা
বিধান
খোকা আমার ভীষণ খুশি
নতুন বই পেয়ে,
রোজ সকালে স্কুলে যায়
সকাল বেলা নেয়ে।
ঠান্ডা জলে শীত সকালে
নাইতে সে যে যায়,
নাইয়ে এসে তরাই করে
গরম ভাত খায়।
খাওয়া শেষে পোষাক পড়ে
চুলে আচঁর দিয়ে,
ভু-করে দৌড় দিচ্ছে সে যে
ব্যাগটি হাতে নিয়ে।
বিধান
খোকা আমার ভীষণ খুশি
নতুন বই পেয়ে,
রোজ সকালে স্কুলে যায়
সকাল বেলা নেয়ে।
ঠান্ডা জলে শীত সকালে
নাইতে সে যে যায়,
নাইয়ে এসে তরাই করে
গরম ভাত খায়।
খাওয়া শেষে পোষাক পড়ে
চুলে আচঁর দিয়ে,
ভু-করে দৌড় দিচ্ছে সে যে
ব্যাগটি হাতে নিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৯/০১/২০২২অসাধারণ সৃজনশীল .
-
তাবেরী ১৯/০১/২০২২ভালো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/০১/২০২২সুন্দর অনুভূতির প্রকাশ।
-
আলমগীর সরকার লিটন ১৯/০১/২০২২বেশ আবেগময়