নব্য লেখক
আমি হলাম নব্য লেখক
কাব্য লিখে যাই,
নতুন নতুন শব্দ দিয়ে
পর্ব যে সাজাই।
সহজ সরল শব্দ দিয়ে
পর্ব করি ভাগ,
যা পড়িয়ে পাঠক মনে
লাগাতে চাই দাগ।
নিয়ম মেনে লিখি আমি
দিয়ে মাত্রা লয়,
পর্ব মাত্রার মিলন হলে
ছন্দ তৈরী হয়।
ছন্দে ছন্দে মন আনন্দে
পাঠক করবে পাঠ,
সারা দেশে বসাতে চাই
কাব্য পাঠের হাট।
হাস্য করুণ রসে ভড়া
হবে কাব্যের সাজ,
থাকতে ভবে চাই যে আমি
পাঠক মনের মাঝ।
মনের আশা পুরণ করতে
আর্শীবাদ যে চাই,
কামনা আমার এটাই যেন
প্রভুর দয়া পাই।
কাব্য লিখে যাই,
নতুন নতুন শব্দ দিয়ে
পর্ব যে সাজাই।
সহজ সরল শব্দ দিয়ে
পর্ব করি ভাগ,
যা পড়িয়ে পাঠক মনে
লাগাতে চাই দাগ।
নিয়ম মেনে লিখি আমি
দিয়ে মাত্রা লয়,
পর্ব মাত্রার মিলন হলে
ছন্দ তৈরী হয়।
ছন্দে ছন্দে মন আনন্দে
পাঠক করবে পাঠ,
সারা দেশে বসাতে চাই
কাব্য পাঠের হাট।
হাস্য করুণ রসে ভড়া
হবে কাব্যের সাজ,
থাকতে ভবে চাই যে আমি
পাঠক মনের মাঝ।
মনের আশা পুরণ করতে
আর্শীবাদ যে চাই,
কামনা আমার এটাই যেন
প্রভুর দয়া পাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৪/০১/২০২২অনুপম উপস্থাপন!
-
উবায়দুল্লাহ আল ফারুক ১৩/০১/২০২২অসাধারণ
-
তালাল উদ্দিন ১৩/০১/২০২২লেখক নব্য হলেও লেখা সুন্দর হয়েছে। চালিয়ে যান।
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০১/২০২২লিখুন।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৩/০১/২০২২খুব সুন্দর অনুভূতির প্রকাশ।