প্রিয়ার চোখে জল
প্রিয়ার চোখে জল
বিধান
সেই - টানা টানা চোখের চাহনি আর নেই
নেই মুক্তোঝড়া হাসি ,চপল পায়ে চলা ও মলের রুণুঝুনু শব্দও নেই।
ক্ষোভ,অভিমান আর অভিযোগ - আরও কতো কী
চঞ্চলা চপলা হরিণী সে ,সেই আর নেই।
বরষার বারির মতো আঁখি বেয়ে অশ্রু ঝরে, হৃদয়েও রক্ত ক্ষরণ
তখনই হৃদয়ের আস্ফালন উঠে,যখন মনে হয় সেই আর নেই।
ঠোটের কারুকাজ,নয়ন বাঁকা ডাক আজো মনে পরে
হটাৎ কি হলো তার ? নেই সেই উন্মাদনা,অট্টহাসি আর বাচালতা
একদা দৃষ্টিপাত - বাতায়নের পাশে মুখ লুকিয়ে ,
ঝরিয়েছে তাহার চোখের জল।
বিধান
সেই - টানা টানা চোখের চাহনি আর নেই
নেই মুক্তোঝড়া হাসি ,চপল পায়ে চলা ও মলের রুণুঝুনু শব্দও নেই।
ক্ষোভ,অভিমান আর অভিযোগ - আরও কতো কী
চঞ্চলা চপলা হরিণী সে ,সেই আর নেই।
বরষার বারির মতো আঁখি বেয়ে অশ্রু ঝরে, হৃদয়েও রক্ত ক্ষরণ
তখনই হৃদয়ের আস্ফালন উঠে,যখন মনে হয় সেই আর নেই।
ঠোটের কারুকাজ,নয়ন বাঁকা ডাক আজো মনে পরে
হটাৎ কি হলো তার ? নেই সেই উন্মাদনা,অট্টহাসি আর বাচালতা
একদা দৃষ্টিপাত - বাতায়নের পাশে মুখ লুকিয়ে ,
ঝরিয়েছে তাহার চোখের জল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২৫/০২/২০২২ভালোবাসাময় প্রেম বিরহের সুন্দর একটা কবিতা
-
ফয়জুল মহী ৩০/১২/২০২১চমৎকার ভাবনার লেখনী ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/১২/২০২১খুব সুন্দর।