বিজয় বিষাদ
বিজয় বিষাদ
বিধান
একটি বছর ঘুরে আবার
বিজয়ের দিন এলো,
স্বাদটা পেতে এই বিজয়ের
অন্তর আঁখি খোলো।
বাংলার আকাশ মুক্ত হলো
লক্ষ প্রাণের ত্যাগে,
তাইতো মোরা দেশ মাতাকে
শ্রদ্ধা করি আগে।
মুক্ত আকাশ মুক্ত মাটি
তবু বিষাদ বুকে,
ভীনদেশেরই তোষণ করে
দেশের কিছু লোকে।
বসত করে এই দেশেতে
অন্যের তোষণ করে,
শাসন করতে হবে তাদের
এই দেশেরই তরে।
বিধান
একটি বছর ঘুরে আবার
বিজয়ের দিন এলো,
স্বাদটা পেতে এই বিজয়ের
অন্তর আঁখি খোলো।
বাংলার আকাশ মুক্ত হলো
লক্ষ প্রাণের ত্যাগে,
তাইতো মোরা দেশ মাতাকে
শ্রদ্ধা করি আগে।
মুক্ত আকাশ মুক্ত মাটি
তবু বিষাদ বুকে,
ভীনদেশেরই তোষণ করে
দেশের কিছু লোকে।
বসত করে এই দেশেতে
অন্যের তোষণ করে,
শাসন করতে হবে তাদের
এই দেশেরই তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৫/১২/২০২১ভালো।
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/১২/২০২১দেশাত্মবোধ জাগুক প্রতিটি অন্তরে।
-
ফয়জুল মহী ০৪/১২/২০২১নান্দনিক উপস্থাপন । মুগ্ধ হলাম পাঠে।