হেমন্ত এলো
হেমন্ত এলো
বিধান
কাঁচা পাকা ধানের শীষে
পরলো শিশির বিন্দু,
ক'দিন পরে আসবে গোলায়
সোনার ধানের সিন্ধু।
খালে বিলে কমলো পানি
জেলেরা মাছ ধরে,
টেংরা পুটি শিং মাগুরে
খাঁচা গেল ভরে।
খেজুর গাছের উপর গাছি
রস পারিবার তরে,
মনের মতন কেটে সাজায়
সারাটাদিন ধরে।
আর কিছুদিন পরে কৃষক
কাটবে সোনালী ধান,
গাঁয়ের বাড়ি ব্যস্ত হয়ে
ফিরবে যে আপন প্রাণ।
বিধান
কাঁচা পাকা ধানের শীষে
পরলো শিশির বিন্দু,
ক'দিন পরে আসবে গোলায়
সোনার ধানের সিন্ধু।
খালে বিলে কমলো পানি
জেলেরা মাছ ধরে,
টেংরা পুটি শিং মাগুরে
খাঁচা গেল ভরে।
খেজুর গাছের উপর গাছি
রস পারিবার তরে,
মনের মতন কেটে সাজায়
সারাটাদিন ধরে।
আর কিছুদিন পরে কৃষক
কাটবে সোনালী ধান,
গাঁয়ের বাড়ি ব্যস্ত হয়ে
ফিরবে যে আপন প্রাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/১২/২০২১খুব সুন্দর লিখেছেন।
-
চিন্ময় বসু ১৫/১১/২০২১ভালো
-
অভিজিৎ হালদার ১২/১১/২০২১ভালো অনুভব
-
Md. Rayhan Kazi ১২/১১/২০২১অনিন্দ্য সুন্দর লেখনী
-
আশরাফুল হক মহিন ১১/১১/২০২১বেশ ভালো লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ১১/১১/২০২১ভাল।
-
ফয়জুল মহী ১১/১১/২০২১মাধুর্যপূর্ণ উপস্থাপন , ভালো লাগলো।