প্রাণের বন্ধু
প্রাণের বন্ধু
বিধান
বন্ধু তুমি কেমন আছো
জানতে ইচ্ছে করে,
তোমায় চাই যে পাশে আমি
যেওনা যেন সরে।
অনেক ইচ্ছা জাগে আমার
তোমার সাথে চলি,
মনের কথা গুলো আমি
তোমার কাছে বলি।
সুখে দুখে আমরা দুজন
রইবো পাশাপাশি,
একই সাথে দুজন মিলে
করবো হাসাহাসি।
অনেক কথা রইল জমা
বলবো তোমার সনে,
তুমিই আমার প্রাণের বন্ধু
এটাই রেখো মনে।
বিধান
বন্ধু তুমি কেমন আছো
জানতে ইচ্ছে করে,
তোমায় চাই যে পাশে আমি
যেওনা যেন সরে।
অনেক ইচ্ছা জাগে আমার
তোমার সাথে চলি,
মনের কথা গুলো আমি
তোমার কাছে বলি।
সুখে দুখে আমরা দুজন
রইবো পাশাপাশি,
একই সাথে দুজন মিলে
করবো হাসাহাসি।
অনেক কথা রইল জমা
বলবো তোমার সনে,
তুমিই আমার প্রাণের বন্ধু
এটাই রেখো মনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম ০৫/১১/২০২১চমৎকার উপস্থাপন
-
সফিউল্লাহ আনসারী ২৩/১০/২০২১চমৎকার
-
সুব্রত ভৌমিক ২১/১০/২০২১নিজেকে নিজের চিঠি।
বাঃ সুন্দর।
অভিনব কবিতা।
শুভেচ্ছা রইল। -
আনাস খান ২১/১০/২০২১বাহ! মুগ্ধ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/১০/২০২১অসাধারণ
-
আলমগীর সরকার লিটন ২১/১০/২০২১বন্ধুত্বের অনেক শুভেচ্ছা রইল