স্বপ্নের রানী
স্বপ্নের রানী
বিধান চন্দ্র ধর
সেই কিছু দিন আগে
ঘুম থেকে স্বপনে
নেত্র মেলি ধরনীতে,
চাহিয়া কিছু দুরে দেখিলাম কাহারে
কি অপরুপ সাজনীতে।
একটু কাছে গিয়ে বলিলাম, কে তুমি?
একা দাঁড়িয়ে আছো, কেন এখনি?
সে আস্তে করে বলিলো,
আমার পরিচয় দিয়ে কি হবে শুনি?
একা দাঁড়িয়ে আছি তো আমি, তোমারই জন্যি।
তাহার কথা শুনিয়া হৃদয় পুলকিত হইলো,
ভাবছি তাহাকেই বানাবো আমার হৃদয়ের রানী,
তবে... আমি তো আছি স্বপনের ঘোরে,
আর...উদয় হইবে দিবাকর ভোরে।
আরক্ত আকাশে সুর্য্যি উঠিল যখন,
ঘুম ভাঙ্গিয়া গেল তখন।
মনে মনে ভাবি, কে তুমি স্বপ্নের রানী?
বিধান চন্দ্র ধর
সেই কিছু দিন আগে
ঘুম থেকে স্বপনে
নেত্র মেলি ধরনীতে,
চাহিয়া কিছু দুরে দেখিলাম কাহারে
কি অপরুপ সাজনীতে।
একটু কাছে গিয়ে বলিলাম, কে তুমি?
একা দাঁড়িয়ে আছো, কেন এখনি?
সে আস্তে করে বলিলো,
আমার পরিচয় দিয়ে কি হবে শুনি?
একা দাঁড়িয়ে আছি তো আমি, তোমারই জন্যি।
তাহার কথা শুনিয়া হৃদয় পুলকিত হইলো,
ভাবছি তাহাকেই বানাবো আমার হৃদয়ের রানী,
তবে... আমি তো আছি স্বপনের ঘোরে,
আর...উদয় হইবে দিবাকর ভোরে।
আরক্ত আকাশে সুর্য্যি উঠিল যখন,
ঘুম ভাঙ্গিয়া গেল তখন।
মনে মনে ভাবি, কে তুমি স্বপ্নের রানী?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৯/১০/২০২১Sundor
-
অভিজিৎ হালদার ১৮/১০/২০২১সুন্দর অনুভূতি প্রকাশ
-
জামাল উদ্দিন জীবন ১৮/১০/২০২১বেশ
-
ফয়জুল মহী ১৭/১০/২০২১অনবদ্য রচনা শৈলী !
-
সুব্রত ভৌমিক ১৭/১০/২০২১ভালো কবিতা লিখেছেন
ভাবনার অনেক অবকাশ
জীবনটাই এক স্বপ্ন
আশা ভঙ্গ হয় বারোমাস।
শুভেচ্ছা রইল। -
সাইয়িদ রফিকুল হক ১৭/১০/২০২১ভাল।