শরতের ফুল
শরতের ফুল
বিধান
ঋতুর রানী শরৎ কালে
হরেক রকম ফুটে ফুল,
কাঁশ ফুলেরই শোভা ছড়ায়
ঘেসে যেন নদীর কুল।
ঝিলের জলে শাপলা ভাসে
ফুটলো আরো পদ্ম ফুল,
ফুলের বাহার দেখে আমার
মনের ভিতর লাগে দোল।
শিউলি বেলী ফুটে আছে
আমার বাড়ির বাগিচায়,
সকাল বেলা নয়নতারা
সৌরভ যে ছড়িয়ে যায়।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
কামিনী ফুল লুকিয়ে,
বকুল তলায় পড়ে আছে
বকুল ফুল যে বিছিয়ে।
ঝাকঁড়া পত্রপল্লব ফাঁকে
সপ্তবর্ণা ফুটেছে,
দুপুরচন্ডী ঘরের কোনে
দুপুর বেলা উঠেছে।
চিরহরিৎ ঝাঁকড়া মাথায়
কাঠমল্লিকা যে ফুটে,
শীতকালে যে থাকে না সে
সারা বছরেই জোটে।
বিধান
ঋতুর রানী শরৎ কালে
হরেক রকম ফুটে ফুল,
কাঁশ ফুলেরই শোভা ছড়ায়
ঘেসে যেন নদীর কুল।
ঝিলের জলে শাপলা ভাসে
ফুটলো আরো পদ্ম ফুল,
ফুলের বাহার দেখে আমার
মনের ভিতর লাগে দোল।
শিউলি বেলী ফুটে আছে
আমার বাড়ির বাগিচায়,
সকাল বেলা নয়নতারা
সৌরভ যে ছড়িয়ে যায়।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
কামিনী ফুল লুকিয়ে,
বকুল তলায় পড়ে আছে
বকুল ফুল যে বিছিয়ে।
ঝাকঁড়া পত্রপল্লব ফাঁকে
সপ্তবর্ণা ফুটেছে,
দুপুরচন্ডী ঘরের কোনে
দুপুর বেলা উঠেছে।
চিরহরিৎ ঝাঁকড়া মাথায়
কাঠমল্লিকা যে ফুটে,
শীতকালে যে থাকে না সে
সারা বছরেই জোটে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৬/১০/২০২১নান্দনিক । শুভ কামনা
-
আলমগীর সরকার লিটন ১৬/১০/২০২১শরতের শিউলি ফুলের শুভেচ্ছা রইল
-
কে. পাল ১৬/১০/২০২১Sundor lekha
-
Md. Rayhan Kazi ১৬/১০/২০২১অনন্য সাধারণ সৃজন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/১০/২০২১চমৎকার