শরতের সকাল
শরতের সকাল
বিধান
শরৎ কালের হিমেল হাওয়া
লাগলো গায়ে ভোরে,
খোকন সোনা খাটের ওপর
আছে ঘুমের ঘোরে।
পুব গগনে রবির উদয়
জেগে দেখ বাবু,
গগন পানে রঙের মেলা
যেন রূপের যাদু।
শিশির কণা দুর্বা ঘাসে
ঝলমল করে হাসে,
পুকুর জলের ওপর দেখ
পদ্ম ফুল যে ভাসে।
কামিনী ফুল ফুটে আছে
গাছের ডালে ডালে,
ঘুঘু পাখি খেলছে দেখ
মোদের ঘরের চালে।
নদীতে চাও পাল তোলা নাও
চলছে সারি সারি,
যাত্রী যেন নায়ে করে
যাচ্ছে তাদের বাড়ি।
নদীর ধারে ফুটে আছে
সাদা সাদা কাশফুল,
সকাল বেলার রুপ দেখিয়া
আনন্দে হও মশগুল।
বিধান
শরৎ কালের হিমেল হাওয়া
লাগলো গায়ে ভোরে,
খোকন সোনা খাটের ওপর
আছে ঘুমের ঘোরে।
পুব গগনে রবির উদয়
জেগে দেখ বাবু,
গগন পানে রঙের মেলা
যেন রূপের যাদু।
শিশির কণা দুর্বা ঘাসে
ঝলমল করে হাসে,
পুকুর জলের ওপর দেখ
পদ্ম ফুল যে ভাসে।
কামিনী ফুল ফুটে আছে
গাছের ডালে ডালে,
ঘুঘু পাখি খেলছে দেখ
মোদের ঘরের চালে।
নদীতে চাও পাল তোলা নাও
চলছে সারি সারি,
যাত্রী যেন নায়ে করে
যাচ্ছে তাদের বাড়ি।
নদীর ধারে ফুটে আছে
সাদা সাদা কাশফুল,
সকাল বেলার রুপ দেখিয়া
আনন্দে হও মশগুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জসিম উদ্দিন জয় ১৫/১০/২০২১শরৎ এর সকাল সুন্দর লিখেছেন ।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৮/১০/২০২১দারুণ প্রকাশ
-
ফয়জুল মহী ০৭/১০/২০২১বেশ চমৎকার
-
কে. পাল ০৭/১০/২০২১Sundor
-
সুব্রত ভৌমিক ০৭/১০/২০২১স্নিগ্ধ শরৎ সকালের ছবি
সুন্দর এঁকেছেন কবি।
শুভেচ্ছা রইলো।