প্রভুর খোঁজে
প্রভুর খোঁজে
বিধান
গগন পানে তাকিয়ে আছি
যদি তোমার দর্শন পাই,
দয়াল তুমি কোথায় আছ
তুমি বিহীন কেউতো নাই।
পাহাড় থেকে পর্বত হয়ে
যাই গড়িয়ে নদীর ধার,
আশায় আছি তোমার দেখা
পাইব আমি নদীর পাড়।
জানিনা প্রভু সাধন করা
কেমনে তুমি তুষ্ট হও,
তোমায় ডেকে যাচ্ছি আমি
তুমি আমায় দর্শন দাও।
নদীর ধারে না-পেয়ে তোমা
সাগর তীরে ভিড়াই তনু,
পাইব বলে খুজিয়া ফিরি
স্বাক্ষী আছে এবার ভানু।
বিধান
গগন পানে তাকিয়ে আছি
যদি তোমার দর্শন পাই,
দয়াল তুমি কোথায় আছ
তুমি বিহীন কেউতো নাই।
পাহাড় থেকে পর্বত হয়ে
যাই গড়িয়ে নদীর ধার,
আশায় আছি তোমার দেখা
পাইব আমি নদীর পাড়।
জানিনা প্রভু সাধন করা
কেমনে তুমি তুষ্ট হও,
তোমায় ডেকে যাচ্ছি আমি
তুমি আমায় দর্শন দাও।
নদীর ধারে না-পেয়ে তোমা
সাগর তীরে ভিড়াই তনু,
পাইব বলে খুজিয়া ফিরি
স্বাক্ষী আছে এবার ভানু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ০১/১০/২০২১
-
আলমগীর সরকার লিটন ২৯/০৯/২০২১বাহ প্রভুর দেখা পাই
ভাল কাজ করে যাই -
ফয়জুল মহী ২৮/০৯/২০২১বেশ ভাল লাগলো
-
সুব্রত ভৌমিক ২৮/০৯/২০২১ঈশ্বরকে খুঁজলে
শেষে পাবেন নিজেকে,
নিজেকে খুঁজলে
শেষে পাবেন ভগবানকে।
লেখা আছে শাস্ত্রে।
হ্যাঁ, তোমাকেই বলছি
হে প্রভু
তোমার সৃষ্ট যখন কিছুই ছিলোনা
তখন নাকি তুমি প্রকাশ্যে ছিলে;
সৃষ্টি করিয়া তুমি কোথায় লুকালে???