যুদ্ধে যাবো
বন্ধু এবার চলো দেখি
যুদ্ধে মোরা যাই,
পাকিস্তানি সব হায়েনাদের
খতম করতে চাই।
যুদ্ধে মোদের জিততে হবে
নয়তো জীবন দিবো,
তবু মোরা মানবো না হার
স্বাধীন করে নিবো।
পরের অধীন থাকবোনা আর
স্বদেশ মাটি চাই,
কামান নিয়ে চলোরে ভাই
যুদ্ধে চলে যাই।
বন্ধু তুমি কামান ধরে
করবে যখন তাক,
ফায়ার করে মারবো আমি
মরবে শত্রুর ঝাঁক।
শত্রু মেরে পাশে এসে
বসবে বীরের বেশে,
দেশটা এবার স্বাধীন হলো
বলবো মোরা হেসে।
যুদ্ধে মোরা যাই,
পাকিস্তানি সব হায়েনাদের
খতম করতে চাই।
যুদ্ধে মোদের জিততে হবে
নয়তো জীবন দিবো,
তবু মোরা মানবো না হার
স্বাধীন করে নিবো।
পরের অধীন থাকবোনা আর
স্বদেশ মাটি চাই,
কামান নিয়ে চলোরে ভাই
যুদ্ধে চলে যাই।
বন্ধু তুমি কামান ধরে
করবে যখন তাক,
ফায়ার করে মারবো আমি
মরবে শত্রুর ঝাঁক।
শত্রু মেরে পাশে এসে
বসবে বীরের বেশে,
দেশটা এবার স্বাধীন হলো
বলবো মোরা হেসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২৫/১১/২০২১সুন্দর অনুভূতির প্রকাশ
-
কায়সার মোহাম্মদ ইসলাম ২৬/০৯/২০২১আবার যুদ্ধ! ভালো লাগলো যে পাকিস্তানীদের এখানে symbolic ভাবে ব্যাবহার করা হয়েছে।
-
ফয়জুল মহী ২৫/০৯/২০২১মুগ্ধতা একরাশ প্রিয় সুহৃদ। অপূর্ব
-
সুব্রত ভৌমিক ২৫/০৯/২০২১সেলাম দেশপ্রেমিক কবি
জীবন উৎসর্গ করতে পারে ক'জন?
নূতন যুগের আপনি নবী। -
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৯/২০২১এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
-
তাবেরী ২৫/০৯/২০২১সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৯/২০২১ভাল।