মায়ের হাতের তালের পিঠা
মায়ের হাতের তালের পিঠা
বিধান
ভাদ্র মাসে তাল পাকিলো
খাবো তালের পিঠা,
মাগো তুমি বাড়িয়ে দিও
একটু খানি মিঠা।
গরম গরম পিঠা খেতে
ভারী মজা লাগে,
আমার পাতে দিও যে মাগো
দাদার পাতের আগে।
বাবা গেলো তাল পাড়িতে
সাথে গেলো দাদা,
বোনটি আমার চাউল কুটে
করে নিলো সাদা।
গাছের উপর হতে বাবা
তাল টপাটপ ফেলে,
কুড়িয়ে নিয়ে আসলো দাদা
ঘরে রাখলো মেলে।
তাল হতে ছাল ছাড়িয়ে মা
রস বাহিরে আনে,
কি আনন্দ লাগছে আমার
তালের রসের ঘ্রাণে।
বিধান
ভাদ্র মাসে তাল পাকিলো
খাবো তালের পিঠা,
মাগো তুমি বাড়িয়ে দিও
একটু খানি মিঠা।
গরম গরম পিঠা খেতে
ভারী মজা লাগে,
আমার পাতে দিও যে মাগো
দাদার পাতের আগে।
বাবা গেলো তাল পাড়িতে
সাথে গেলো দাদা,
বোনটি আমার চাউল কুটে
করে নিলো সাদা।
গাছের উপর হতে বাবা
তাল টপাটপ ফেলে,
কুড়িয়ে নিয়ে আসলো দাদা
ঘরে রাখলো মেলে।
তাল হতে ছাল ছাড়িয়ে মা
রস বাহিরে আনে,
কি আনন্দ লাগছে আমার
তালের রসের ঘ্রাণে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ১৯/০৯/২০২১
-
আমিনুল ইসলাম সৈকত ১৫/০৯/২০২১সুন্দর
-
জামাল উদ্দিন জীবন ১৫/০৯/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ১৪/০৯/২০২১সুন্দর উপস্থাপন। ভালোলাগা রেখে গেলাম
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৯/২০২১ছন্দময়।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৯/২০২১ভাল।
'মা'-র ব্যপারই আলাদা!