কাঁশ ফুলের ছোঁয়া
কাঁশ ফুলের ছোঁয়া
বিধান
শরৎ কালে শিউলি ফুটে
আরো পদ্ম ফুল,
তরী খানি বাঁধা আছে
ঘেসে নদীর কুল।
নদী খানা পারি দিবো
মাঝির দেখা নাই,
সাদা সাদা কাঁশ ফুটিল
দেখিবারে পাই।
গুটি গুটি পায়ে আমি
গেলাম যে কাশ বন,
কাঁশ ফুলেরই কোমল ছোয়ায়
জুড়িয়ে গেল মন।
ঝিরি ঝিরি বাতাস বহে
হইলো শীতল গা,
হটাৎ দেখি মাঝি তাহার
ছাড়ছে বাধা না।
তাড়া করে চড়ে গেলাম
তরীর মাঝে ভাই,
কাঁশবনেরই রুপ দেখিয়া
মন ভরাতে চাই।
মাঝ নদীতে পড়লো তরী
দু কুলে চোখ যায়,
অপরুপে রুপ দেখে তাই
মনটা যে সুখ পায়।
বিধান
শরৎ কালে শিউলি ফুটে
আরো পদ্ম ফুল,
তরী খানি বাঁধা আছে
ঘেসে নদীর কুল।
নদী খানা পারি দিবো
মাঝির দেখা নাই,
সাদা সাদা কাঁশ ফুটিল
দেখিবারে পাই।
গুটি গুটি পায়ে আমি
গেলাম যে কাশ বন,
কাঁশ ফুলেরই কোমল ছোয়ায়
জুড়িয়ে গেল মন।
ঝিরি ঝিরি বাতাস বহে
হইলো শীতল গা,
হটাৎ দেখি মাঝি তাহার
ছাড়ছে বাধা না।
তাড়া করে চড়ে গেলাম
তরীর মাঝে ভাই,
কাঁশবনেরই রুপ দেখিয়া
মন ভরাতে চাই।
মাঝ নদীতে পড়লো তরী
দু কুলে চোখ যায়,
অপরুপে রুপ দেখে তাই
মনটা যে সুখ পায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১৪/০৯/২০২১সুন্দর
-
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম ১৪/০৯/২০২১চমৎকার লিখেছেন কবি। আপনার কলম চলুক সত্য ও সুন্দরের পথে।
-
সুব্রত ভৌমিক ১৩/০৯/২০২১সুন্দর লিখেছেন
প্রকৃতির রূপ,
আনন্দে থাকুন কবি
সুন্দরে দিয়ে ডুব। -
ফয়জুল মহী ১১/০৯/২০২১অনন্য
মুগ্ধ হলাম। -
আমিনুল ইসলাম (রিয়াজ) ১১/০৯/২০২১শিশুতোষ কবিতার চমৎকার উদাহরণ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৯/২০২১দারুণ!