মায়ের আদর
মায়ের আদর
বিধান
চান্দলা,বি-পাড়া,কুমিল্লা
বৃষ্টির দিনে ঘরে আমি
লিখতে বসি ছড়া,
ডাক দিল মা তখন আমায়
নাড়লো দরজার কড়া।
দরজা খুলে দেখলাম আমি
মায়ের মুখের হাসি,
বলছি মাগো তোমায় আমি
অনেক ভালোবাসি।
পাগল ছেলে বলে মা যে
বুকে টেনে নিলো,
মায়ের আদর পেয়ে আমার
দু:খ যে দূরে গেলো ।
বিধান
চান্দলা,বি-পাড়া,কুমিল্লা
বৃষ্টির দিনে ঘরে আমি
লিখতে বসি ছড়া,
ডাক দিল মা তখন আমায়
নাড়লো দরজার কড়া।
দরজা খুলে দেখলাম আমি
মায়ের মুখের হাসি,
বলছি মাগো তোমায় আমি
অনেক ভালোবাসি।
পাগল ছেলে বলে মা যে
বুকে টেনে নিলো,
মায়ের আদর পেয়ে আমার
দু:খ যে দূরে গেলো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ১২/০৯/২০২১
-
বিধান চন্দ্র ধর ১১/০৯/২০২১অসংখ্য ধন্যবাদ। প্রিয় কবি বন্ধুদের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা ।
-
অভিজিৎ হালদার ৩০/০৮/২০২১মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কখনো শেষ হয় না, সুন্দর ভাবনার অবতারণা করেছেন কবিতার মাধ্যমে।
-
আমিনুল ইসলাম (রিয়াজ) ৩০/০৮/২০২১যে আবেগের কোন পরিভাষা নেই তাকে কবিতায় ধরা দূরহ।
-
আমান শেখ ৩০/০৮/২০২১মায়ের প্রতি কবি বন্ধুর অসাধারণ ভালোবাসা প্রকাশ হলো।
-
মো শাকিল খান ৩০/০৮/২০২১অসাধারণ
-
ডাঃঅলোক সরকার ২৯/০৮/২০২১মার আদরের কোন পরিভাষা নেই।
সুন্দর অনুভব। -
সাইয়িদ রফিকুল হক ২৯/০৮/২০২১বেশ!
-
ফয়জুল মহী ২৯/০৮/২০২১দারুণ উপস্থাপনা,
সেথায় স্বর্গসুখ।
সহজ সরল কবিতা
ভালো হয়েছে লেখা।