উজান মাঝি
উজান মাঝি
বিধান
বর্ষাকালে নদী এখন
পানিতে ভরপুর
মাঝি তাহার তরী নিয়ে
যাচ্ছে অনেক দুর্।
নায়ের সাথে খেলা করে
ঝিকিমিকি ঢেউ
আপন মনে চলছে মাঝি
সঙ্গে নাই কেউ।
নদীর কুলে কদিন পরে
ফুটবে যে কাঁশফুল
ভাটিয়ালির সুরে মাঝি
দেহে লাগায় দোল।
সুরের তালে বৈঠা চলে
উরুউরু মন
নদীর তীরে যেদিক চাহে
নাহি কোন জন।
ক্লান্ত দেহে চলছে মাঝি
যাবে তাহার নীড়
উজান দিকে চলছে সে যে
তরী চলছে ধীর।
ঘাটে ভিড়ায় তরী যখন
শুনে বেদের বীন
এমনি করে ফিরলো মাঝি
কাটলো সারা দিন ।
বিধান
বর্ষাকালে নদী এখন
পানিতে ভরপুর
মাঝি তাহার তরী নিয়ে
যাচ্ছে অনেক দুর্।
নায়ের সাথে খেলা করে
ঝিকিমিকি ঢেউ
আপন মনে চলছে মাঝি
সঙ্গে নাই কেউ।
নদীর কুলে কদিন পরে
ফুটবে যে কাঁশফুল
ভাটিয়ালির সুরে মাঝি
দেহে লাগায় দোল।
সুরের তালে বৈঠা চলে
উরুউরু মন
নদীর তীরে যেদিক চাহে
নাহি কোন জন।
ক্লান্ত দেহে চলছে মাঝি
যাবে তাহার নীড়
উজান দিকে চলছে সে যে
তরী চলছে ধীর।
ঘাটে ভিড়ায় তরী যখন
শুনে বেদের বীন
এমনি করে ফিরলো মাঝি
কাটলো সারা দিন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০৬/০৮/২০২১সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/০৮/২০২১খুব সুন্দর লিখেছেন।
-
সফিউল্লাহ আনসারী ০৬/০৮/২০২১ভালোলাগলো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৮/২০২১কবিতাটি ছন্দে আন্দোলিত।
-
ফয়জুল মহী ০৫/০৮/২০২১অসামান্য একটা লেখা।