ঈদের দিনে
ঈদের দিনে
বিধান
একটি বছর ঘুরে আবার
এলো খুশির ঈদ,
এটা ভেবে গাই আমরা
সদা সাম্যের গীত।
গরীব ধনী ঈদগাঁ মাঠে
নামাজ পড়তে যায়,
তাদের দেখে খোকন সোনা
ছুটছে চপল পায়।
ঈদের দিনে সবার যখন
কুলাকুলি হয়,
এটা দেখে ভাবছি বসে
কেউতো পর নয়।
ঈদের দিনে কারো মনে
হিংসা বিদ্বেষ নাই,
চিরদিনই এমন করে
চলতে মোরা চাই।
বিধান
একটি বছর ঘুরে আবার
এলো খুশির ঈদ,
এটা ভেবে গাই আমরা
সদা সাম্যের গীত।
গরীব ধনী ঈদগাঁ মাঠে
নামাজ পড়তে যায়,
তাদের দেখে খোকন সোনা
ছুটছে চপল পায়।
ঈদের দিনে সবার যখন
কুলাকুলি হয়,
এটা দেখে ভাবছি বসে
কেউতো পর নয়।
ঈদের দিনে কারো মনে
হিংসা বিদ্বেষ নাই,
চিরদিনই এমন করে
চলতে মোরা চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেদওয়ান আহমেদ বর্ণ ৩১/০৭/২০২১সুন্দর লেখনী প্রকাশ