মানুষ হবি কবে
মানুষ হবি কবে
বিধান
ভবের লীলা সাঙ্গ হবে
নয়ন গেলে বুজে,
তবুও কেন মানুষ এত
ধন দৌলত খুঁজে।
বাড়ি লাগবে গাড়ি লাগবে
লাগবে মোটা টাকা,
মরণ কালে যাবে না কিছু
হাতটি থাকে ফাঁকা।
চাকরি করো একটা তুমি
মস্ত বড়ো কর্তা,
যাহা ইচ্ছা তাহাই কর
না মেনে ধর্ম বার্তা।
তোমার কাছে রাষ্ট্র দিল
মহান এক কর্ম,
অন্যায় কর দুর্নীতি করো
না মেনে তুমি ধর্ম।
অসৎ পথে কামাও টাকা
গরীব দুঃখী ঠকে,
আড়ালে গিয়ে সকল যেন
তোমা কিন্তু বকে।
অসৎ হয়ে থাকবি কত
মানুষ হবি কবে,
থুথু ছিটায় মুখ পানে যে
ভবের লোক সবে।
অনেক হলো ফেরাও হেন
তুমি তোমার হুঁশ,
চাও ক্ষমা প্রভুর কাছে
স্বীকার করে দোষ।
স্মরণে রেখো একদা যেন
শেষ বিচার হবে,
সুপথে চলো এবার তুমি
মরেও সুখ পাবে।
বিধান
ভবের লীলা সাঙ্গ হবে
নয়ন গেলে বুজে,
তবুও কেন মানুষ এত
ধন দৌলত খুঁজে।
বাড়ি লাগবে গাড়ি লাগবে
লাগবে মোটা টাকা,
মরণ কালে যাবে না কিছু
হাতটি থাকে ফাঁকা।
চাকরি করো একটা তুমি
মস্ত বড়ো কর্তা,
যাহা ইচ্ছা তাহাই কর
না মেনে ধর্ম বার্তা।
তোমার কাছে রাষ্ট্র দিল
মহান এক কর্ম,
অন্যায় কর দুর্নীতি করো
না মেনে তুমি ধর্ম।
অসৎ পথে কামাও টাকা
গরীব দুঃখী ঠকে,
আড়ালে গিয়ে সকল যেন
তোমা কিন্তু বকে।
অসৎ হয়ে থাকবি কত
মানুষ হবি কবে,
থুথু ছিটায় মুখ পানে যে
ভবের লোক সবে।
অনেক হলো ফেরাও হেন
তুমি তোমার হুঁশ,
চাও ক্ষমা প্রভুর কাছে
স্বীকার করে দোষ।
স্মরণে রেখো একদা যেন
শেষ বিচার হবে,
সুপথে চলো এবার তুমি
মরেও সুখ পাবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ০৭/০৭/২০২১সকল কবি বন্ধু ও পাঠক বন্ধুদের আন্তরিক অভিনন্দন ।যেখানেই থাকুন নিরাপদে থাকুন । বাইরে গেলে অবশ্যই মাক্স পরিধান করুন ।
-
কবি অন্তর চন্দ্র ০৭/০৭/২০২১বাহ্ ! অপূর্ব লিখেছেন।
-
অভিজিৎ হালদার ০৫/০৭/২০২১ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০৭/২০২১দারুণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৭/২০২১দারুণ লেখেছেন। সবাইকে মানুষের মত মানুষ হতে হবে। এ দেশ রক্ষার জন্য।
-
ফয়জুল মহী ০৫/০৭/২০২১চমৎকার শব্দ চয়নে মনোমুগ্ধকর প্রকাশ।
ভালো থাকুন ।