www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিরাশার বালুচর

এখন আমার ঘরময় শুধুই অন্ধকার !!
নিতান্তই জীবনের প্রয়োজনে কতো বিভ্রান্তি চারিপাশে
হৃদয়ের আহাজারি, এপাশে ওপাশে সময়ের প্রবঞ্চনা
সময়ের আবর্তে মিলিয়ে দিয়েছি নিজের অস্তিত্বের সবটুকু।
পড়ন্ত বিকেলের প্রচন্ড উৎসাহ, নিয়ে পরম উদ্দীপনায়
আকাশ পানে চেয়ে দেখি জ্বলজ্বলে স্ফুলিঙ্গ নিষ্প্রভ শূন্যতায়
যদি দেখা যায় তার হাসিমুখ, নির্জনতায় মধুশ্রী হয়ে
জ্যোৎস্নার আলোয় চিকচিকে হিম ঝরা নিবিড় সন্ধ্যায়
কাঁধে মাথা রেখে তোমার তপ্ত নিঃশ্বাসের সুগন্ধে ভেসে
মধ্য রজনীতে তোমাকে কাছে পাওয়ার বাসনা।
জানি এ’আমার অহেতুক প্রত্যাশা !!
প্রতি সকালে, সায়াহ্নে, মধ্য দুপুরের সোনালী তপ্ততায়
অবহেলা, অপমান,অবজ্ঞা, উপহাস আমাকে ঘিরেই।
তবুও আমি একান্ত চিত্তে চাই !!
কাঙ্খিত সোনালী ভোর নামুক তোমার মনের আঙিনায়
তোমার বুকে ফুটে উঠুক রাঁধাচূড়ার বর্ণিল শুভ্র সকাল
পবিত্র উষা’কে স্বাগতম জানিয়ে এগিয়ে যাও জীবনে পথে।
না ভেবোনা আমাকে নিয়ে !!
স্বপ্ন বিভোর প্রেম বৃষ্টি হয়ে না’হয় ঝরুক আমার দু’চোখে
অশ্রু জলে শিক্ত হয়েই হেঁটে যাবো জীবনের যবনিকায়
একাকীত্বের কালো ধূপের গন্ধ মেখে থাকবো সুখে-অসুখে।
আমি ভাবি একাকী নিরালায় !!
হয়তো আমার আর প্রয়োজন নেই তোমার জীবনে
মানুষ বদলে যায়, বদলে যেতেই হয় সময়ের আবেগে
হয়তো এভাবেই হেঁটে যেতে হয় শিরোনামহীন কোন লক্ষে
হয়তো এভাবেই শুকিয়ে যায় ভোরের শিশির
সূর্যাস্তের জ্বলজ্বলে নীরব সীমারেখায়
হয়তো এভাবেই কাঁদে প্রেম নিরাশার বালুচরে
হয়তো এভাবেই বেঁচে থাকে মানুষ একাকী জন অরণ্যে।
_____________________
প্রসবকালঃ শীতের একলা সকাল ১০.৪০
২৯ জানুয়ারী শুক্রবার ২০২১ খ্রিষ্টাব্দ
১৫- ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৩/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast