দেশ বাঁচাও
বুঝেনা ওরা স্বাধীনতার মানে
বুঝেনা গণতন্ত্র
ঝপে কেবল নিজেরা নিজের
পরিবার প্রথার তন্ত্র।
মুখে তাদের বড় বড় বুলি
সাংবিধানিক রেখা
কোথায় আছে মানুষ পুড়ে
ক্ষমতায় আসা/থাকা দেখা।
সবাই বলে গণপ্রতিনিধি
আবার পোড়ায় সেই গণ
কোন লোভে হিংস্র তারা
কোন শকুনি মন।
জনপ্রতিনিধি বলে যতই
পরিচয় দেক নিজের
জন মাড়িয়ে জনপ্রতিনিধি!
তুলনা হিংস্র-জন্তু-জীবের।
পুড়তে চাইনা আমরা সাধারণ
চাইনা বন্ধী খাঁচা
ক্ষমতার মোহ ছেড়ে দিয়ে
আমাদের দেশটা বাঁচা।
বুঝেনা গণতন্ত্র
ঝপে কেবল নিজেরা নিজের
পরিবার প্রথার তন্ত্র।
মুখে তাদের বড় বড় বুলি
সাংবিধানিক রেখা
কোথায় আছে মানুষ পুড়ে
ক্ষমতায় আসা/থাকা দেখা।
সবাই বলে গণপ্রতিনিধি
আবার পোড়ায় সেই গণ
কোন লোভে হিংস্র তারা
কোন শকুনি মন।
জনপ্রতিনিধি বলে যতই
পরিচয় দেক নিজের
জন মাড়িয়ে জনপ্রতিনিধি!
তুলনা হিংস্র-জন্তু-জীবের।
পুড়তে চাইনা আমরা সাধারণ
চাইনা বন্ধী খাঁচা
ক্ষমতার মোহ ছেড়ে দিয়ে
আমাদের দেশটা বাঁচা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ১০/০২/২০১৫বাস্তব কথা । বেশ লেগেছে।
-
স্বপন রোজারিও(১) ০৮/০২/২০১৫দেশের বর্তমান পরিস্থিতিতে আপনার কবিতাটি বাস্তব।
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৮/০২/২০১৫সুন্দর হয়েছে।। সমসাময়িক প্রতিচ্ছবি। ধন্যবাদ কবি সাহেব।।
-
ফিরোজ মানিক ০৮/০২/২০১৫বাস্তবতার প্রতীক। দারুণ হয়েছে। শুভেচ্ছা রইল কবি।
-
সবুজ আহমেদ কক্স ০৮/০২/২০১৫দারুণ ভালো লাগলো ...............।।সো ফাইণ
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,............ -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/০২/২০১৫সাধুবাদ আপনার সুন্দর লেখাকে...............