www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুল ভ্রমর ও মালি

ফুল বাগানে ফুল ফুটেছে মধু খাবে কে,
মধুর আশায় রং তামাশায় বহু ভ্রমর ছুটেছে।
কেউবা ধনি, কেউবা গুনি কেহ আপনজন,
সুযোগ পেলেই ভন্ড ভ্রমর করবে যে হরণ।

এটাই ভেবে ফুলের মালি সজাগ থাকে সদা,
পিঁপড়ে, মাছি, বোলতা এলেও ঢুকতে তাদের মানা।
দিনে দিনে ফুল পাঁপড়ি ছেরে ডাগর-ডোগর হয়,
চালাক মালির বাধা নিষেধ আরো বেশি রয়।

ফুল যে কখন কোন ভ্রমরের গান শুনেছে কানে?
পিড়িত মাখা গান শুনে হৃদয় গেছে গলে।
মালি যখন নিড়ান দেয় বাগিচার ঘাসে,
ফুলের মধু তখন খায় ভ্রমর হেসে হেসে।

মালি ভাবে ভালোই আছে মোর বাগানের ফুল,
নিজ স্বার্থে রাখবো ভালো বংশ জাতির কুল।
মালির এখন ভুল ভেঙ্গেছে পিড়িত বাণের ঝরে,
ফুলকে যে ভ্রমর মশাই নিয়ে গেছে উড়ে।

............... ** ...............


....................................
নিজ বাসভবন, মাধবপুর,
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ১৫/০২/২০১৮
    ভাল লাগলো।!ধন্যবাদ প্রিয় কবি,...
  • আবু সাইদ লিপু ১২/১১/২০১৭
    ভ্রমর হইতে ইচ্ছা করে
  • ফয়সাল রহমান ০৩/১১/২০১৭
    সুন্দর
  • সাঁঝের তারা ০৩/১১/২০১৭
    অপূর্ব...
  • বেশ লাগলো।
  • সোলাইমান ০১/১১/২০১৭
    খুব সুন্দর কবিতা ৷
    শুভেচ্ছা ও প্রাণের ভালবাসা প্রিয় কবিকে, ভাল থাকুন সবসময় ৷
 
Quantcast