তুমি আসবে বলে (প্রথম অংশের শেষ দুই স্তবক)
হৃদয়ের সীঁতার আর তবলা,
একই সাথে বাজে সুর তালে।
বসন্তের কোয়েল সুর তুলেছে,
তুমি আসবে বলে।
সাতটি দিনের মধ্যে একটি দিন,
যেদিন তুমি আসো মোর কোলে,
চাতক পাখির মত চেয়ে থাকি,
তুমি আসবে বলে।
............ ***............
...........................
কবিতাটির প্রাসঙ্গীকতাঃ-
কবির প্রিয়তমা জীবন সঙ্গীনী চাকরী সুত্রে
অন্য জায়গায় থাকে, তাই কবির সঙ্গে
সব সময় থাকতে পারে না। সপ্তাহে একটি দিন
রবিবার ছুটির দিনটিতে শুধু কবির স্বজনি কবির
কাছে আসে এবং সঙ্গে থাকে, তাই এই দিনটিকে
নিয়ে কবির হৃদয়ে যে উচ্ছাস তাই পরিস্ফুটিত হয়েছে
এই কবিতায়।
একই সাথে বাজে সুর তালে।
বসন্তের কোয়েল সুর তুলেছে,
তুমি আসবে বলে।
সাতটি দিনের মধ্যে একটি দিন,
যেদিন তুমি আসো মোর কোলে,
চাতক পাখির মত চেয়ে থাকি,
তুমি আসবে বলে।
............ ***............
...........................
কবিতাটির প্রাসঙ্গীকতাঃ-
কবির প্রিয়তমা জীবন সঙ্গীনী চাকরী সুত্রে
অন্য জায়গায় থাকে, তাই কবির সঙ্গে
সব সময় থাকতে পারে না। সপ্তাহে একটি দিন
রবিবার ছুটির দিনটিতে শুধু কবির স্বজনি কবির
কাছে আসে এবং সঙ্গে থাকে, তাই এই দিনটিকে
নিয়ে কবির হৃদয়ে যে উচ্ছাস তাই পরিস্ফুটিত হয়েছে
এই কবিতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০১/১১/২০১৭দারুন ভাবনার কবিতা । বেশ সুন্দর লাগল।
-
সাঁঝের তারা ৩১/১০/২০১৭বাঃ বেশ ...শুভেচ্ছা প্রিয় কবি
-
jdnf ৩১/১০/২০১৭সুন্দর হয়েছে।ভাল লাগল পড়ে।
-
আজাদ আলী ৩১/১০/২০১৭Dhanyabad priy
-
মোমিনুল হক আরাফাত ৩১/১০/২০১৭sondur
-
টি এম আমান উল্লাহ ৩১/১০/২০১৭nice