তুমি আসবে বলে (১ম ও ২য় স্তবক)
দুই চোখে স্বপ্নের জাল বুনেছি,
হৃদয়ের খাঁচাটা রেখেছি খুলে।
হাজারো আল্পনা হয়েছি রঙ্গীন,
তুমি আসবে বলে।
রবিবার তোমার আসার দিন,
তাই রজনিগন্ধা এনেছি তুলে।
রক্তজবাও লুকিয়ে মৃদু হাসছে,
তুমি আসবে বলে।
.......... *** ...........
....................................
নিজ বাসভবন, মাধবপুর,
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত।
হৃদয়ের খাঁচাটা রেখেছি খুলে।
হাজারো আল্পনা হয়েছি রঙ্গীন,
তুমি আসবে বলে।
রবিবার তোমার আসার দিন,
তাই রজনিগন্ধা এনেছি তুলে।
রক্তজবাও লুকিয়ে মৃদু হাসছে,
তুমি আসবে বলে।
.......... *** ...........
....................................
নিজ বাসভবন, মাধবপুর,
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ২৪/১১/২০১৭ভালো
-
সুশান্ত সরকার ০৫/১১/২০১৭সুন্দর তব লিখনি কাব্যের এ রাজ্যে।
-
সোলাইমান ২৯/১০/২০১৭অসাধারণ কাব্য প্রতিভা।শুভকামনা রইল সতত কবিবর
-
মোঃ মুসা খান ২৯/১০/২০১৭খুব ভাল লাগল