মজার দেশ (শিশুদের ছড়া)
দিন দুপুরে চাঁদ উঠে,
সূর্য যায় ডুবে।
রাত্রিতে বেজায় রোদ,
মানুষ থাকে জেগে।
গরম কালে ঠান্ডা লাগে,
সবাই চাদর পরে।
শীত কালে বেজায় গরম,
ফ্যান চলে জোরে।
আকাশেতে উড়ে মাছ,
জলে থাকে পাখি।
ভাইয়েরা সব শাড়ি পরে,
বোনকে পরায় রাখি।
খোকা-খুকি যাবে বুঝি,
এমন মজার দেশে।
জাহাজ ছারাই উড়ে যাবে,
ময়ূরের পিঠে বসে।
......... *** .........
....................................
নিজ বাসভবন, মাধবপুর,
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত।
সূর্য যায় ডুবে।
রাত্রিতে বেজায় রোদ,
মানুষ থাকে জেগে।
গরম কালে ঠান্ডা লাগে,
সবাই চাদর পরে।
শীত কালে বেজায় গরম,
ফ্যান চলে জোরে।
আকাশেতে উড়ে মাছ,
জলে থাকে পাখি।
ভাইয়েরা সব শাড়ি পরে,
বোনকে পরায় রাখি।
খোকা-খুকি যাবে বুঝি,
এমন মজার দেশে।
জাহাজ ছারাই উড়ে যাবে,
ময়ূরের পিঠে বসে।
......... *** .........
....................................
নিজ বাসভবন, মাধবপুর,
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৮/১০/২০১৭সুন্দর ছড়া
-
টি এম আমান উল্লাহ ১৮/১০/২০১৭ভাল লাগল
-
একরামুল হক ১৮/১০/২০১৭বাহ!
-
নাজিবুল হাসান মোল্লা ১৮/১০/২০১৭সুন্দর ছড়া।ভালো লাগলো