প্রেমের ছোঁয়া
ছোট ছোট আশা বাধে ভালোবাসা,
তুমি কভু আমাকে করনা নিরাশা।
ছোট ছোট খুশি আমি বড়ো ভালোবাসি,
কভু তুমি বলোনা যাই বন্ধু আসি।
হাসি আর খুশি রবে দিবা নিশি,
আমি তোর প্রীতি তুমি জীবন সাথী।
এই জীবনের তুমি ধারাপাত,
তোমার হাতে দিয়েছি যে হাত।
তোমার মুখের মিষ্টি হাসি।
প্রীয়া তুমি বড়োই রূপসী।
ফুলে ফুলে রং লেগেছে,
তোমায় পেয়ে মন মেতেছে।
............ *** ............
....................................
নিজ বাসভবন, মাধবপুর,
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত।
তুমি কভু আমাকে করনা নিরাশা।
ছোট ছোট খুশি আমি বড়ো ভালোবাসি,
কভু তুমি বলোনা যাই বন্ধু আসি।
হাসি আর খুশি রবে দিবা নিশি,
আমি তোর প্রীতি তুমি জীবন সাথী।
এই জীবনের তুমি ধারাপাত,
তোমার হাতে দিয়েছি যে হাত।
তোমার মুখের মিষ্টি হাসি।
প্রীয়া তুমি বড়োই রূপসী।
ফুলে ফুলে রং লেগেছে,
তোমায় পেয়ে মন মেতেছে।
............ *** ............
....................................
নিজ বাসভবন, মাধবপুর,
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৬/১০/২০১৭কবি আন্তরিক অভিবাদন জানাই।
-
নাজিবুল হাসান মোল্লা ১৬/১০/২০১৭দোয়াকরি তোমার ভালবাসা চিরকাল বেচেঁ থাকুক।ভাল লিখেছেন
-
কামরুজ্জামান সাদ ১৬/১০/২০১৭প্রীয়া<প্রিয়া
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/১০/২০১৭বানান ভুল আছে।