সুনয়না
সাগর চোখে ভাসে,
দেখে মোরে হাসে।
যদিও সে আনমনা,
বলে কি তোর কল্পনা?
আমি বলি হায়,
বলা বড়ো দায়।
বুঝেও কি বুঝোনা,
তুই মোর সুনয়না।
চোখে বিদ্যুৎ চমকায়,
চোখে চোখ রাখা দায়।
আমি শুধু ভাবি,
কি নাম ধরে ডাকি।
হৃদয়ে প্রশ্নের আনাগোনা,
সে যে মোর সুনয়না।
******
....................................
নিজ বাসভবন, মাধবপুর,
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত।
দেখে মোরে হাসে।
যদিও সে আনমনা,
বলে কি তোর কল্পনা?
আমি বলি হায়,
বলা বড়ো দায়।
বুঝেও কি বুঝোনা,
তুই মোর সুনয়না।
চোখে বিদ্যুৎ চমকায়,
চোখে চোখ রাখা দায়।
আমি শুধু ভাবি,
কি নাম ধরে ডাকি।
হৃদয়ে প্রশ্নের আনাগোনা,
সে যে মোর সুনয়না।
******
....................................
নিজ বাসভবন, মাধবপুর,
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৬/১০/২০১৭এককথায় অনিন্দ্য লিখেছেন
-
মুক্তপুরুষ ১৫/১০/২০১৭দারুণ