যুবক দল
চলরে চলরে চল, চলরে চলরে চল।
কোমর বেঁধে, মাথায় ভেবে, বুকে সাহস নিয়ে চল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
সামনে গেলে পাবি ফল পিছন হতে করিসনা ছল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
তোরাই গর্ব তোরাই বল, তোরাই দেশের যুবক দল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
তোরাই দেশের মনোবল, তোরাই জাতির শ্রেষ্ঠ কল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
করিসনা আর কোলাহল, সামনে গেলেই শতদল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
রাজনীতির যত ছল, করবি তোরাই সাফাই মল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
তোরাই দেশের বাহুবল, তাইতো তোরা শ্রেষ্ঠ মহল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
......... *** ..........
....................................
লেখক-- আজাদ আলী
নিজ বাসভবন, মাধবপুর,
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত।
কোমর বেঁধে, মাথায় ভেবে, বুকে সাহস নিয়ে চল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
সামনে গেলে পাবি ফল পিছন হতে করিসনা ছল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
তোরাই গর্ব তোরাই বল, তোরাই দেশের যুবক দল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
তোরাই দেশের মনোবল, তোরাই জাতির শ্রেষ্ঠ কল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
করিসনা আর কোলাহল, সামনে গেলেই শতদল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
রাজনীতির যত ছল, করবি তোরাই সাফাই মল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
তোরাই দেশের বাহুবল, তাইতো তোরা শ্রেষ্ঠ মহল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
......... *** ..........
....................................
লেখক-- আজাদ আলী
নিজ বাসভবন, মাধবপুর,
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল খায়ের ১৬/১০/২০১৭দারুন লিখেছেন কবি.
-
সাঁঝের তারা ১১/১০/২০১৭খুব সুন্দর - চলার আহ্বান...
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১১/১০/২০১৭জাগরণের আহবান ।
পরিবর্তনের জয়গান ।
বেশ ভাল লাগলো । শুভেচ্ছা অফুরান । -
টি এম আমান উল্লাহ ১১/১০/২০১৭বিশ্বব্যাপী জেগে উঠুক সে দল
-
মধু মঙ্গল সিনহা ১১/১০/২০১৭কবিকে শুভেচ্ছা ।ভাল লেগেছে ।