কাজল কালো আঁখি
মন মাতানো সুরভি তোর কাজল কালো আঁখি,
মনটা আমার মাতাল হয় যতই তোরে দেখি।
পূবেল হাওয়া বইছে ওগো গা শির শির করে,
মুক্তোমাখা হাসিতে তোর শিউলি ফুল ঝরে।
মন ভোলানো সুর যে তোর কাজল কালো আঁখি,
সুখে-দুখে সঙ্গে থেকো দিওনা গো ফাকি।
কোয়েল পাখি গান ধরেছে মনের সুরে সুরে,
যেথায় থাকো সখী আমি সেথায় যাই উড়ে।
মেঘ বরন কেশ তোর কাজল কালো আঁখি,
বারেবারে অবাক হই যতই তোরে দেখি।
কাশবনে ফুটেছে ফুল মনটা আমার দুলে,
তোরে পেয়ে এজীবনে সব গেছি ভুলে।
............... *** ...............
মনটা আমার মাতাল হয় যতই তোরে দেখি।
পূবেল হাওয়া বইছে ওগো গা শির শির করে,
মুক্তোমাখা হাসিতে তোর শিউলি ফুল ঝরে।
মন ভোলানো সুর যে তোর কাজল কালো আঁখি,
সুখে-দুখে সঙ্গে থেকো দিওনা গো ফাকি।
কোয়েল পাখি গান ধরেছে মনের সুরে সুরে,
যেথায় থাকো সখী আমি সেথায় যাই উড়ে।
মেঘ বরন কেশ তোর কাজল কালো আঁখি,
বারেবারে অবাক হই যতই তোরে দেখি।
কাশবনে ফুটেছে ফুল মনটা আমার দুলে,
তোরে পেয়ে এজীবনে সব গেছি ভুলে।
............... *** ...............
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ০৮/১০/২০১৭চমৎকার কবিতা