পিছলা দিঘির ঘাটে (একটি আঞ্চলিক গান)
পিছলা দিঘির ঘাটে সখি, পিছলা দিঘির ঘাট,
জল আনতে যাবি সখি পিছলা দিঘির ঘাটে,
পিছল কাটে পরে যাবি আবার মাঝে মাঝে,
আহা পিছলা দিঘি। .... ২
নাক নাথুনি রুপের বাহার এমনি তোর হিয়া,
এপার থেকে ওপার যাবি- যাবি সাঁতার দিয়া। ...২
আহা পিছলা দিঘি।
গেন্ধা ফুলের মালা দিয়া সাজাইলি তোর খপা,
তোর কেশের বাহার দেইখা মেঘ ঢাকিল বেলা। ...২
আহা পিছলা দিঘি।
পিছলা দিঘির ঘাটে সখি, পিছলা দিঘির ঘাট,
জল আনতে যাবি সখি পিছলা দিঘির ঘাটে,
পিছল কাটে পরে যাবি আবার মাঝে মাঝে,
আহা পিছলা দিঘি।
রক্ত জবা বিন্দি মোর রাত কারিল ঘুম,
হাতের চুড়ি পায়ের নূপুর বাজে ঝুমুর ঝুম। ...২
আহা পিছলা দিঘি।
ডাগর-ডোগর কোমর খানে কলস হেলে দুলে,
তাই দেখিয়া কচিকাঁচা মনটা গেছে ভুলে। ...২
আহা পিছলা দিঘি।
পিছলা দিঘির ঘাটে সখি, পিছলা দিঘির ঘাট,
জল আনতে যাবি সখি পিছলা দিঘির ঘাটে,
পিছল কাটে পরে যাবি আবার মাঝে মাঝে,
আহা পিছলা দিঘি। ...২
............ ××× ............
জল আনতে যাবি সখি পিছলা দিঘির ঘাটে,
পিছল কাটে পরে যাবি আবার মাঝে মাঝে,
আহা পিছলা দিঘি। .... ২
নাক নাথুনি রুপের বাহার এমনি তোর হিয়া,
এপার থেকে ওপার যাবি- যাবি সাঁতার দিয়া। ...২
আহা পিছলা দিঘি।
গেন্ধা ফুলের মালা দিয়া সাজাইলি তোর খপা,
তোর কেশের বাহার দেইখা মেঘ ঢাকিল বেলা। ...২
আহা পিছলা দিঘি।
পিছলা দিঘির ঘাটে সখি, পিছলা দিঘির ঘাট,
জল আনতে যাবি সখি পিছলা দিঘির ঘাটে,
পিছল কাটে পরে যাবি আবার মাঝে মাঝে,
আহা পিছলা দিঘি।
রক্ত জবা বিন্দি মোর রাত কারিল ঘুম,
হাতের চুড়ি পায়ের নূপুর বাজে ঝুমুর ঝুম। ...২
আহা পিছলা দিঘি।
ডাগর-ডোগর কোমর খানে কলস হেলে দুলে,
তাই দেখিয়া কচিকাঁচা মনটা গেছে ভুলে। ...২
আহা পিছলা দিঘি।
পিছলা দিঘির ঘাটে সখি, পিছলা দিঘির ঘাট,
জল আনতে যাবি সখি পিছলা দিঘির ঘাটে,
পিছল কাটে পরে যাবি আবার মাঝে মাঝে,
আহা পিছলা দিঘি। ...২
............ ××× ............
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহরাব রুস্তম ০৫/১০/২০১৭দারুণ
-
সাঁঝের তারা ০৫/১০/২০১৭অনবদ্য
-
আব্দুল হক ০৫/১০/২০১৭সুন্দরের কথা ও বলতে হবে।
-
কামরুজ্জামান সাদ ০৫/১০/২০১৭দারুণ