ফুল শিশুদের জন্য ছড়া কবিতা
হলুদ হলুদ গাঁদা ফুল,
লাল লাল জবা ফুল।
ডোবায় ফুটে পদ্ম ফুল,
মায়ের কানে সোনার দুল।
আরো আছে শিউলি ফুল,
গাছে আছে মিষ্টি কুল।
দেখতে ভালো পলাশ ফুল,
নোংরা কালো ঘরের ঝুল।
দাদু মশাই মারে গুল,
আমি যাই ইসকুল।
......... * ............
লাল লাল জবা ফুল।
ডোবায় ফুটে পদ্ম ফুল,
মায়ের কানে সোনার দুল।
আরো আছে শিউলি ফুল,
গাছে আছে মিষ্টি কুল।
দেখতে ভালো পলাশ ফুল,
নোংরা কালো ঘরের ঝুল।
দাদু মশাই মারে গুল,
আমি যাই ইসকুল।
......... * ............
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি এম আমান উল্লাহ ০৮/১০/২০১৭ভাল লিখেছেন
-
আজাদ আলী ০৩/১০/২০১৭মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ
-
Tanju H ০২/১০/২০১৭অসাধারন ছন্দ।্প্রিয় কবি শুভেচ্ছা
-
কামরুজ্জামান সাদ ০২/১০/২০১৭অনবদ্য
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০২/১০/২০১৭অসাধারণ শিশুতোষ ছড়া
-
সাইয়িদ রফিকুল হক ০২/১০/২০১৭চমৎকার শিশুতোষ ছড়া।
-
মধু মঙ্গল সিনহা ০২/১০/২০১৭বেশ সুন্দর। ছন্দে ছন্দে দারুন।
-
সমির প্রামাণিক ০২/১০/২০১৭বাহ! বেশ সুন্দর। ছন্দে ছন্দে দারুন।কবিকে শুভেচ্ছা।