বৃষ্টির প্রেম
ঝিরি ঝিরি বৃষ্টিতে এত কেনো মিষ্টি যে লাগে!
মন মোর ময়ূরী হয়ে আজ নাচে তোমারি তালে।
ভেজা ভেজা ফুলেতে এত কেন গন্ধ যে আসে!
শরতের গোধুলি- রবি যে মিটি মিটি হাসে।
তাজা তাজা রোদে যে হীরা হয়ে আছো ঘাসে ঘাসে।
হৃদয়ের নয়নে মন ভড়ে নিরালায় দেখি বসে বসে।
চাঁদেরই জোছনায় মতি হয়ে ফোঁটে আছো ফুলে ফুলে।
মন মোর পক্ষীরাজ হয়ে যেন ছুটে দুলে দুলে।
টিপ টিপ বৃষ্টিতে এত কেনো মিষ্টি যে লাগে!
মন মোর দোলনা হয়ে আজ গগনে দোলে।
শিঁরি শিঁরি হাওয়াতে তোমারই সোহাগে জল পড়ী দেখি!
তোমাতে ভিজাতে, ভরে গেছে রসেতে মোর প্রিয়ার আঁখি।
তোমারই আসাতে পাখিরা যায় যে উড়ে উড়ে,
মন মোর বাঁশুরি হয়ে আজ গাইছে সুরে সুরে।
সাগরের টানেতে তুমি যে যাও গো চলে,
মন মোর উদাসী নিজেকে যায় যে ভুলে।
............... * ...............
মন মোর ময়ূরী হয়ে আজ নাচে তোমারি তালে।
ভেজা ভেজা ফুলেতে এত কেন গন্ধ যে আসে!
শরতের গোধুলি- রবি যে মিটি মিটি হাসে।
তাজা তাজা রোদে যে হীরা হয়ে আছো ঘাসে ঘাসে।
হৃদয়ের নয়নে মন ভড়ে নিরালায় দেখি বসে বসে।
চাঁদেরই জোছনায় মতি হয়ে ফোঁটে আছো ফুলে ফুলে।
মন মোর পক্ষীরাজ হয়ে যেন ছুটে দুলে দুলে।
টিপ টিপ বৃষ্টিতে এত কেনো মিষ্টি যে লাগে!
মন মোর দোলনা হয়ে আজ গগনে দোলে।
শিঁরি শিঁরি হাওয়াতে তোমারই সোহাগে জল পড়ী দেখি!
তোমাতে ভিজাতে, ভরে গেছে রসেতে মোর প্রিয়ার আঁখি।
তোমারই আসাতে পাখিরা যায় যে উড়ে উড়ে,
মন মোর বাঁশুরি হয়ে আজ গাইছে সুরে সুরে।
সাগরের টানেতে তুমি যে যাও গো চলে,
মন মোর উদাসী নিজেকে যায় যে ভুলে।
............... * ...............
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শহীদ হোসেন হৃদয় ০২/১০/২০১৭সুন্দর,
-
সাঁঝের তারা ০১/১০/২০১৭খুব ভালো ...
-
আজাদ আলী ০১/১০/২০১৭Ok your love is successful . Thanks for your good compliment.
-
পারভেজ এ রহমান ০১/১০/২০১৭বৃষ্টির প্রেমেপড়ে গেলাম |
-
Tanju H ০১/১০/২০১৭অনন্য কবি বন্ধু।।শুভেচ্ছা নিরন্তন।।
-
মধু মঙ্গল সিনহা ০১/১০/২০১৭সুন্দর হয়েছে
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/১০/২০১৭ভাল
-
আজাদ আলী ০১/১০/২০১৭Thanks
-
প্রদীপ চৌধুরী. ০১/১০/২০১৭ভালো