কৌতুক হাঁস ও বকের ঝগড়া
একটি ডোবায় একটি হাঁস থাকতো আর তার উপর দিয়ে রোজ একটি বক উড়ে যেতো। হাঁস কে রাগাবার জন্য বকটি রোজ বলতো "হাঁস তোর পাছায় বাঁশ,"হাঁস তোর পাছায় বাঁশ।"তাতে হাঁসের খুব রাগ হতো কিন্তু কিছু করার নাই কারন বক উড়ে বেরায় আকাশে আর হাঁস
থাকে মাটিতে। তাই হাঁস একদিন চলে গেলো পাখির রাজা পেঁচার কাছে। দরবারে গিয়ে পেঁচার কাছে হাঁসের নালিস- "জাহাপনা একটি বক রোজ আমাকে গালি দেয় বলে "হাঁস তোর পাছায় বাঁশ,"হাঁস তোর পাছায় বাঁশ।" আমি সুবিচার চাই। তখন রাজা মশাই অর্থাৎ পেঁচা বলল- "বক যখন তোমাকে বলছে- হাঁস তোর পাছায় বাঁশ। তাহলে তুমিও ওকে বলবে-
বক তুই বড় ঠক্।" এই বিচারে হাঁস আনন্দিত হয়ে চলে আসলো আর মনের মধ্যে কল্পনা করতেলাগলো এবার বক আসলেই বলবো "বক তুই বড় ঠক্।" যথারিতি পরের দিন আবার বক উপরদিয়ে উরে যাচ্ছে আর
বলছে- "হাঁস তোর পাছায় বাঁশ,"হাঁস তোর পাছায় বাঁশ।" তখন বক রেগে এমন জ্বলে উঠেছে যে পেঁচার কথা ভুলেই গেছে তখন রেগে খালি বলে দিয়েছে-"বক তোর পাছায় ঐ লম্বা তালের গাছটা।" তখন বক বলছে- "এইটা কথা আবার বসলো ফের বসলো?" তখন হাঁস আরো বেশি রেগে গিয়ে বলছে- "আরে বসুক আর না বসুক তোর পাছায় লম্বা তাল গাছটা তো ঢুকলো।"
থাকে মাটিতে। তাই হাঁস একদিন চলে গেলো পাখির রাজা পেঁচার কাছে। দরবারে গিয়ে পেঁচার কাছে হাঁসের নালিস- "জাহাপনা একটি বক রোজ আমাকে গালি দেয় বলে "হাঁস তোর পাছায় বাঁশ,"হাঁস তোর পাছায় বাঁশ।" আমি সুবিচার চাই। তখন রাজা মশাই অর্থাৎ পেঁচা বলল- "বক যখন তোমাকে বলছে- হাঁস তোর পাছায় বাঁশ। তাহলে তুমিও ওকে বলবে-
বক তুই বড় ঠক্।" এই বিচারে হাঁস আনন্দিত হয়ে চলে আসলো আর মনের মধ্যে কল্পনা করতেলাগলো এবার বক আসলেই বলবো "বক তুই বড় ঠক্।" যথারিতি পরের দিন আবার বক উপরদিয়ে উরে যাচ্ছে আর
বলছে- "হাঁস তোর পাছায় বাঁশ,"হাঁস তোর পাছায় বাঁশ।" তখন বক রেগে এমন জ্বলে উঠেছে যে পেঁচার কথা ভুলেই গেছে তখন রেগে খালি বলে দিয়েছে-"বক তোর পাছায় ঐ লম্বা তালের গাছটা।" তখন বক বলছে- "এইটা কথা আবার বসলো ফের বসলো?" তখন হাঁস আরো বেশি রেগে গিয়ে বলছে- "আরে বসুক আর না বসুক তোর পাছায় লম্বা তাল গাছটা তো ঢুকলো।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/০৫/২০১৮হাহাহা
-
আরিয়ান আহম্মেদ সাব্বির ১৫/১২/২০১৭Nc
-
Mahbubur Rahman ২৪/১০/২০১৭লোল
-
প্রশান্ত কুমার ঘোষ ১৮/১০/২০১৭ভালো
-
মোহাম্মদ রাসেল প্রধান ০৪/১০/২০১৭পুরান গল্প মনে পড়ে গেল
-
Tanju H ২৯/০৯/২০১৭সুন্দর!!