খোঁকাবাবু শিশুদের জন্য ছড়া কবিতা
খোঁকার আছে মটর গাড়ি,
দাদু মশাইর টানে দাড়ি।
খোঁকার আছে উড়ো জাহাজ,
নানু ভাইয়ার বরের সাজ।
খোঁকার আছে হাত ঘড়ি,
বড়োই মজা মামার বাড়ী।
খোঁকার আছে দুটি পুতুল,
দিদামণি টগর ফুল।
খোঁকাবাবুর আছে ঢোল,
করে খালি গোন্ডগোল।
দাদু মশাইর টানে দাড়ি।
খোঁকার আছে উড়ো জাহাজ,
নানু ভাইয়ার বরের সাজ।
খোঁকার আছে হাত ঘড়ি,
বড়োই মজা মামার বাড়ী।
খোঁকার আছে দুটি পুতুল,
দিদামণি টগর ফুল।
খোঁকাবাবুর আছে ঢোল,
করে খালি গোন্ডগোল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৯/০৯/২০১৭বঃ বেশ!!!
-
কামরুজ্জামান সাদ ২৯/০৯/২০১৭পড়ে মজা পেয়েছি
-
কে. পাল ২৮/০৯/২০১৭Sundor
-
আজাদ আলী ২৮/০৯/২০১৭Many many thanks for your love
-
মুক্তপুরুষ ২৮/০৯/২০১৭ভালোবাসা রেখে গেলাম