বেদনার নীড়
সাগর নোনা জলে ভরে গেছে,
আমার জীবন খানি চোখের জলে।
সাগর মাঝে আছে যতটা গভীর,
আমার হৃদয় খানি বেদনার নীড়।
এই জীবনে আমি করেছি যে ভুল,
ব্যকুল জীবনে আমি হারিয়েছি কূল।
যেদিকে তাকাই আমি শুধু হাহাকার,
পাশেতে কেউ নেই শুধু যে আঁধার।
মরুচিকা - মরুভূমি জীবন আমার,
চোখের বালি আমি হয়েছি সবার।
বিষাদে ভরেগেছে আমারি বুক,
হারিয়েছি জীবনে যতছিল সুখ।
দুঃখের সাগরে আমি ডুবে গেছি হায়,
সব কিছু হারিয়েছি আজ নিরুপায়।
সাগর নোনা জলে ভরে গেছে,
আমার জীবন খানি চোখের জলে।
সাগর মাঝে আছে যতটা গভীর,
আমার হৃদয় খানি বেদনার নীড়।
.........
আমার জীবন খানি চোখের জলে।
সাগর মাঝে আছে যতটা গভীর,
আমার হৃদয় খানি বেদনার নীড়।
এই জীবনে আমি করেছি যে ভুল,
ব্যকুল জীবনে আমি হারিয়েছি কূল।
যেদিকে তাকাই আমি শুধু হাহাকার,
পাশেতে কেউ নেই শুধু যে আঁধার।
মরুচিকা - মরুভূমি জীবন আমার,
চোখের বালি আমি হয়েছি সবার।
বিষাদে ভরেগেছে আমারি বুক,
হারিয়েছি জীবনে যতছিল সুখ।
দুঃখের সাগরে আমি ডুবে গেছি হায়,
সব কিছু হারিয়েছি আজ নিরুপায়।
সাগর নোনা জলে ভরে গেছে,
আমার জীবন খানি চোখের জলে।
সাগর মাঝে আছে যতটা গভীর,
আমার হৃদয় খানি বেদনার নীড়।
.........
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৭/০৯/২০১৭সুন্দর।
-
মুক্তপুরুষ ২৭/০৯/২০১৭সুন্দর প্রকাশ
-
রুনা লায়লা ২৭/০৯/২০১৭পড়ে মনটা ভারাকান্ত হল।
শুভেচ্ছা কবিকে। -
সাঁঝের তারা ২৭/০৯/২০১৭সুন্দর