অন্তরের অন্তরা
আকাশের তারারা উঠবে যখ্ন,
গজল তোমায় নিয়ে লিখবো তখন,
তুমি ফোঁটা যে কমল, তুমি আমারি গজল।
জানিনা বিধাতা তোমায় কি দিয়ে গড়েছে,
জমা ছিলো যত রুপ বিধাতার দু হাতে -
সবই তো উজার কোরে তোমাকে দিয়েছে।
চাঁদের গায়ে যবে লাগে গো গ্রহণ,
চাঁদো তোমায় শুধু করে যে স্মরন,
চাঁদো তোমার রুপের আলো যে পায়,
দেখিয়া হুরেরাও পরে লজ্জায়।
ফুলে ফুলে যত রং ছড়িয়েছে হায়,
তোমার রুপের কাছে সবই যে হারায়।
পদ্ম ফোঁটা চোখে চোখ রাখা দায়,
মতি মাখা হাসিতে মন যে হারায়।
আঁধার যতই হোক পৃথিবীতে হায়,
জোনাকির ঝলকানি তোমারই গায়।
আকাশের তারারা উঠবে যখ্ন,
গজল তোমায় নিয়ে লিখবো তখন,
তুমি ফোঁটা যে কমল, তুমি আমারি গজল।
গজল তোমায় নিয়ে লিখবো তখন,
তুমি ফোঁটা যে কমল, তুমি আমারি গজল।
জানিনা বিধাতা তোমায় কি দিয়ে গড়েছে,
জমা ছিলো যত রুপ বিধাতার দু হাতে -
সবই তো উজার কোরে তোমাকে দিয়েছে।
চাঁদের গায়ে যবে লাগে গো গ্রহণ,
চাঁদো তোমায় শুধু করে যে স্মরন,
চাঁদো তোমার রুপের আলো যে পায়,
দেখিয়া হুরেরাও পরে লজ্জায়।
ফুলে ফুলে যত রং ছড়িয়েছে হায়,
তোমার রুপের কাছে সবই যে হারায়।
পদ্ম ফোঁটা চোখে চোখ রাখা দায়,
মতি মাখা হাসিতে মন যে হারায়।
আঁধার যতই হোক পৃথিবীতে হায়,
জোনাকির ঝলকানি তোমারই গায়।
আকাশের তারারা উঠবে যখ্ন,
গজল তোমায় নিয়ে লিখবো তখন,
তুমি ফোঁটা যে কমল, তুমি আমারি গজল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৫/০৯/২০১৭খুব ভালো
-
কামরুজ্জামান সাদ ২৫/০৯/২০১৭শুভেচ্ছা কবি।ভাল লিখেছেন।আরো ভালো হবে এই কামনা।
-
আজাদ আলী ২৫/০৯/২০১৭Many many thanks sir .
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০৯/২০১৭ভালো প্রকাশ!
-
সমির প্রামাণিক ২৫/০৯/২০১৭বাহ! চমৎকার।"তুমি আমারি গজল"- সুন্দর প্রকাশ। শুভেচ্ছা কবিকে।