www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পয়সা রে তোর পায়ে নমস্কার

এ জগতে হায়, সবাই তোমায় শুধু চায়।
কেউ তোমায় পায়, আর কেউ যে হারায়।
তুমি করো গোটা জগতের কারবার,
পয়সা রে তোর পায়ে নমস্কার !

তুমি নিয়ে আসো সুখ, ঘুচিয়ে দাও জীবনের সব দুখ।
তুমি যে হাসির ফুলঝুরি, মানব জাতীর দৈত্য চক্রধারী।
তুমি যে বড়োই আপন সবার,
পয়সা রে তোর পায়ে নমস্কার !

এ জগতে আছে শুধু তোমার সম্মান ,
তুমি ছাড়া মানব জাতীর বড়োই আপমান।
বাঁচতে হলে এজীবনে তোমার দরকার,
পয়সা রে তোর পায়ে নমস্কার ।

যার কাছে আছো তুমি সেই বড়ো দামি,
তুমি ছাড়া এজীবনে মূল্যহীন আমি।
তোমায় শুধু সালাম করে মানুষ বারবার,
পয়সা রে তোর পায়ে নমস্কার !

চলছে জগৎ, চলছে মানুষ তোমার সন্ধ্যানে,
আপন পর যায় যে ভুলে তোমার আগমনে।
তোমায় পেতে সবাই তাই করে হাহাকার,
পয়সা রে তোর পায়ে নমস্কার !

তোমায় ছারা মানব জাতীর কোন গতি নাই,
তোমায় পেতে তাইতো দেখি ভাইকে মারে ভাই।
তুমি হলে মানব জাতীর শ্রেষ্ঠ হাতীয়ার,
পয়সা রে তোর পায়ে নমস্কার !

----------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ তো!
  • সু নিপুণ।
  • রেজাউল আবেদীন ২১/০৯/২০১৭
    হা পয়সা বিনে সবই মাঠি!
  • সমির প্রামাণিক ২১/০৯/২০১৭
    বাহ! চমৎকার বিষয়টি। সুন্দর উপস্থাপনা। শুভকামনা জানাই কবিকে।
  • মিজান নকীব ২০/০৯/২০১৭
    সুন্দর
  • কবিতার আসরে পড়েছি
  • সাঁঝের তারা ২০/০৯/২০১৭
    খুব সুন্দর! বানানের দিকে একটু লক্ষ্য দিলে ভাল হবে কবি। শুভেচ্ছা ...
 
Quantcast