প্রশ্ন মানবতার
পৃথিবীকে সুন্দর করবে কারা?
মানবতার ধ্বজা ওড়াবে কারা?
আমরা! না,
অন্য কোন গ্রহের প্রান?
সুন্দর পৃথিবীতে বাঁচার সমৃদ্ধ
হওয়ার, সফলতার গান শোনাবে কারা?
আমরা! না,
অন্য কোন গ্রহের প্রান?
চারিদিকে সুনীল পাহাড়,উর্বর-উপত্যকা,
সহস্রজনের, জীবন সংগ্রামের ক্ষেত্র
মিলন তীর্থ, উৎপাদন বৃদ্ধির কামনা
চন্দ্র-সূর্যের আশীর্বাদ ভিক্ষা,
এত বিভিন্নতার মাঝে মানবতার
ধ্বজা ওড়াবে কারা?
আমরা! না,
অন্য কোন গ্রহের প্রান?
মাভৈঃ দামামা বাজলো ঐ
রইলো গভীর প্রশ্ন!
পৃথিবীকে সুন্দর আর সমৃদ্ধ করবে কারা?
আমরা! না,
অন্য কোন গ্রহের প্রান?
মানবতার ধ্বজা ওড়াবে কারা?
আমরা! না,
অন্য কোন গ্রহের প্রান?
সুন্দর পৃথিবীতে বাঁচার সমৃদ্ধ
হওয়ার, সফলতার গান শোনাবে কারা?
আমরা! না,
অন্য কোন গ্রহের প্রান?
চারিদিকে সুনীল পাহাড়,উর্বর-উপত্যকা,
সহস্রজনের, জীবন সংগ্রামের ক্ষেত্র
মিলন তীর্থ, উৎপাদন বৃদ্ধির কামনা
চন্দ্র-সূর্যের আশীর্বাদ ভিক্ষা,
এত বিভিন্নতার মাঝে মানবতার
ধ্বজা ওড়াবে কারা?
আমরা! না,
অন্য কোন গ্রহের প্রান?
মাভৈঃ দামামা বাজলো ঐ
রইলো গভীর প্রশ্ন!
পৃথিবীকে সুন্দর আর সমৃদ্ধ করবে কারা?
আমরা! না,
অন্য কোন গ্রহের প্রান?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৩/২০২৩বেশ!!
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৩/২০২৩এ পৃথিবীর দায়িত্ব আমাদেরকেই নিতে হবে
অন্য গ্রহের কেউ আসবে না!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত। -
ফয়জুল মহী ০৬/০৩/২০২৩অসাধারণ লিখেছেন কবি
-
অভিজিৎ হালদার ০৬/০৩/২০২৩ভালো ভাবনা