জন্মান্তরে রবীন্দ্রনাথ
কবি!শতাব্দী পরেও
এই পূর্বজন্মের দেশে হয়তো
আমি হবো তোমার প্রতিবেশী।
তোমায় চিনে নেব ঠিক
কারণ জন্মান্তরের দীপ্তরশ্মির
বিচ্ছোরণ হবে কবিতায়,সঙ্গীতে।
তোমার মানস মিনার থেকে
তোমার নতুন গীতাঞ্জলীর
আঙিনায় দাঁড়িয়ে ভানুসিংহ
আমি বিভোর হয়ে শুনবো
তোমার নতুন লেখা পদাবলী।
এই পূর্বজন্মের দেশে হয়তো
আমি হবো তোমার প্রতিবেশী।
তোমায় চিনে নেব ঠিক
কারণ জন্মান্তরের দীপ্তরশ্মির
বিচ্ছোরণ হবে কবিতায়,সঙ্গীতে।
তোমার মানস মিনার থেকে
তোমার নতুন গীতাঞ্জলীর
আঙিনায় দাঁড়িয়ে ভানুসিংহ
আমি বিভোর হয়ে শুনবো
তোমার নতুন লেখা পদাবলী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০৩/২০২৩অতুলনীয়
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৩/২০২৩অতুলণীয় শ্রদ্ধার নৈবেদ্য সম্মানিত কবি!
এ যেন অতি সযতনে অন্তর মন্থনের কথাকলি।
অশেষ মুগ্ধতা ও শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ। -
অভিজিৎ হালদার ০৩/০৩/২০২৩সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ।
-
ফয়জুল মহী ০৩/০৩/২০২৩বাহ্ অনবদ্য হৃদয় ছোঁয়া সৃজন