প্রেমের দস্তাবেজ।
অপেক্ষার সময়টুকু যে অপূর্ব সুন্দর,,,,,।
তা কেবলমাত্র,
অপেক্ষা ফুরোলেই বোঝা যায়।
প্রতিদিন কবিতা লেখার জন্য
করি কত দীর্ঘ প্রতীক্ষা।
আমার কবিতার শব্দের ভিতর
নীরবে জন্ম নিচ্ছে কোন এক
হীরন্ময় পাখি।
শব্দের নীরব আলতো বুননে
প্রতিদিন কি এক উন্মাদ প্রতীক্ষা
সাথীহারা অবসন্ন বিকেলে দাঁড়িয়ে
নিঃসঙ্গ একেলা প্রতীক্ষা শুধুই প্রতীক্ষা।
যেন আমায় ছুঁয়ে যায় কোন এক আদিম
রাতের একরাশ বিষন্ন নীরবতায়।
হয়ত ফিরে আসি, আসতে হয়
গতানুগতিকতায় জীবনের রূঢ় বাস্তবতায়
সঙ্গে সকালের বাসিফুল,আর নিঃসঙ্গতায়
ভরা আমার ভালোবাসা।
স্মৃতির রোমন্থণে ফিরে পাই পাপিয়াকে
ফিরে ফিরে পাই নোনাই নদীর বহতা স্রোতে
অনেক অনুভবের প্রেমের দস্তাবেজকে।
তা কেবলমাত্র,
অপেক্ষা ফুরোলেই বোঝা যায়।
প্রতিদিন কবিতা লেখার জন্য
করি কত দীর্ঘ প্রতীক্ষা।
আমার কবিতার শব্দের ভিতর
নীরবে জন্ম নিচ্ছে কোন এক
হীরন্ময় পাখি।
শব্দের নীরব আলতো বুননে
প্রতিদিন কি এক উন্মাদ প্রতীক্ষা
সাথীহারা অবসন্ন বিকেলে দাঁড়িয়ে
নিঃসঙ্গ একেলা প্রতীক্ষা শুধুই প্রতীক্ষা।
যেন আমায় ছুঁয়ে যায় কোন এক আদিম
রাতের একরাশ বিষন্ন নীরবতায়।
হয়ত ফিরে আসি, আসতে হয়
গতানুগতিকতায় জীবনের রূঢ় বাস্তবতায়
সঙ্গে সকালের বাসিফুল,আর নিঃসঙ্গতায়
ভরা আমার ভালোবাসা।
স্মৃতির রোমন্থণে ফিরে পাই পাপিয়াকে
ফিরে ফিরে পাই নোনাই নদীর বহতা স্রোতে
অনেক অনুভবের প্রেমের দস্তাবেজকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২৬/০২/২০২৩সুন্দর ভাবনা
-
আলমগীর সরকার লিটন ২৬/০২/২০২৩বেশ আবেগময় কবি দা
ভাল থাকবেন -
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০২/২০২৩অনুপম প্রকাশ।
-
ফয়জুল মহী ২৫/০২/২০২৩সুন্দর লিখেছেন