দুরু দুরু কাঁপছে হৃদয়
দুরু দুরু কাঁপছে হৃদয়
ডাঃঅলোকসরকার
এক ঝাক ঝরো বাতাস
মোর হৃদয়ে বাসা বেঁধে
মোর হৃদয়ের মনিকোঠায় উপবাস করছে।
মোর সবুজে আবৃত হৃদয়
অভিমানে ভারাক্রান্ত।
অভিমানের দরজা ভেদে নীলিম আকাশ
নেমে এসেছে মোর ছোট্ট
হৃদয়ের ঝুপড়ি ঘরে।
অথচ,
একদিন তুমিই অভিমানের ঝরো
বাতাসকে গোপনে গোপনে
আস্তে আস্তে মোর হৃদয়ের মনিকোঠায়
বপন করে দিয়েছিলে।
যা আমি অনুধাবনই করতে পারিনি।
আন্তরিক সময় গুলোতে
তুমিই আমাকে অভিমানের আদিপাঠ শিখিয়েছিলে মনে পরে কি তোমার?
আজ ক্রমশ
মোর হৃদয় থেকে হারিয়ে যাচ্ছে অভিমান
কিন্তু অভিমানের ঝরো বাতাসকে
হৃদয় থেকে হারিয়ে দিতে
আজ দুরু দুরু কাঁপছে হৃদয়।
ডাঃঅলোকসরকার
এক ঝাক ঝরো বাতাস
মোর হৃদয়ে বাসা বেঁধে
মোর হৃদয়ের মনিকোঠায় উপবাস করছে।
মোর সবুজে আবৃত হৃদয়
অভিমানে ভারাক্রান্ত।
অভিমানের দরজা ভেদে নীলিম আকাশ
নেমে এসেছে মোর ছোট্ট
হৃদয়ের ঝুপড়ি ঘরে।
অথচ,
একদিন তুমিই অভিমানের ঝরো
বাতাসকে গোপনে গোপনে
আস্তে আস্তে মোর হৃদয়ের মনিকোঠায়
বপন করে দিয়েছিলে।
যা আমি অনুধাবনই করতে পারিনি।
আন্তরিক সময় গুলোতে
তুমিই আমাকে অভিমানের আদিপাঠ শিখিয়েছিলে মনে পরে কি তোমার?
আজ ক্রমশ
মোর হৃদয় থেকে হারিয়ে যাচ্ছে অভিমান
কিন্তু অভিমানের ঝরো বাতাসকে
হৃদয় থেকে হারিয়ে দিতে
আজ দুরু দুরু কাঁপছে হৃদয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/০১/২০২৩অভিব্যক্তির সুন্দর প্রকাশ।
-
Md. Rayhan Kazi ১০/০১/২০২৩দারুণ
-
বোরহানুল ইসলাম লিটন ১০/০১/২০২৩নিঃসন্দেহে অতুলণীয়!
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০১/২০২৩ভাল।
-
ইমরান ইমন ০৯/০১/২০২৩সুন্দর শব্দ চয়ন
-
ফয়জুল মহী ০৯/০১/২০২৩চমৎকার শব্দ চয়ন দাদা