অভ্যাগত শারদ উৎসব হোক
অভ্যাগত ! শারদ উৎসব হোক
প্রজ্ঞা স্নিগ্ধ আলোর জ্বলন্ত শিখা,
হোক,শ্বাসরুদ্ধ সময়ের অন্ধকার বিনাশী
দাউ-দাউ করে জ্বলে ওঠা দেদীপ্যমান সবিতা।
অভ্যাগত ! শারদ বন্দনা হোক
চারিদিকে ঘনীভূত হওয়া সংশয়,
শঙ্কার,ভ্রষ্টাচারের,নারী নির্যাতনের
কুহেলিকা বিনাশী এক নতুন
অঙ্গিকারের জীবন সংহিতা ।
প্রেম প্রীতি সহানুভূতিশীল স্নেহে
সিক্ত এক যৌবনদীপ্ত জীবনের
গৌরবজ্জ্বল সু-মধুর মালিতা ।
আগামী শারদ উৎসব থেকে উঠে
আসুক আশা আর আস্থার এক
নতুন বেদ,কোরান,বাইবেল, কিম্বা গীতা।
আগামী শারদ উৎসব থেকে জন্ম হোক
আতঙ্ক,সন্ত্রাস,ডাইনি-হত্যা কুসংস্কার
রুধিবার একজন শান্ত,আপ্ত,সত্যকাম
মহা বলবান বিধাতা পুরুষোত্তমের।
আগামী শারদীয়া উৎসব থেকে ঝংকৃত
হোক শান্তি সত্যের ওংকার ধ্বনিতে
এক নির্মল সত্যতার গণসঙ্গীত।
দিকে দিকে প্রজ্জ্বলিত হোক
অহিংসা,প্রেম,মৈত্রী,সমন্বয়
আর মানবতা,মানবতা,মানবতা
কেবল এক সুস্থির মানবতার বাণী....।
প্রজ্ঞা স্নিগ্ধ আলোর জ্বলন্ত শিখা,
হোক,শ্বাসরুদ্ধ সময়ের অন্ধকার বিনাশী
দাউ-দাউ করে জ্বলে ওঠা দেদীপ্যমান সবিতা।
অভ্যাগত ! শারদ বন্দনা হোক
চারিদিকে ঘনীভূত হওয়া সংশয়,
শঙ্কার,ভ্রষ্টাচারের,নারী নির্যাতনের
কুহেলিকা বিনাশী এক নতুন
অঙ্গিকারের জীবন সংহিতা ।
প্রেম প্রীতি সহানুভূতিশীল স্নেহে
সিক্ত এক যৌবনদীপ্ত জীবনের
গৌরবজ্জ্বল সু-মধুর মালিতা ।
আগামী শারদ উৎসব থেকে উঠে
আসুক আশা আর আস্থার এক
নতুন বেদ,কোরান,বাইবেল, কিম্বা গীতা।
আগামী শারদ উৎসব থেকে জন্ম হোক
আতঙ্ক,সন্ত্রাস,ডাইনি-হত্যা কুসংস্কার
রুধিবার একজন শান্ত,আপ্ত,সত্যকাম
মহা বলবান বিধাতা পুরুষোত্তমের।
আগামী শারদীয়া উৎসব থেকে ঝংকৃত
হোক শান্তি সত্যের ওংকার ধ্বনিতে
এক নির্মল সত্যতার গণসঙ্গীত।
দিকে দিকে প্রজ্জ্বলিত হোক
অহিংসা,প্রেম,মৈত্রী,সমন্বয়
আর মানবতা,মানবতা,মানবতা
কেবল এক সুস্থির মানবতার বাণী....।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৯/০৩/২০২২অসাধারণ
-
সুব্রত ভৌমিক ১৩/০৯/২০২১এতো সবার মনের কথা!
কবি, লিখেছেন সুন্দর কবিতা। -
দীপঙ্কর বেরা ১০/০৯/২০২১ভাল কবিতা
-
আমি-তারেক ০৬/০৯/২০২১Sundor vabna...
-
ফয়জুল মহী ০৬/০৯/২০২১Good post
-
অভিজিৎ হালদার ০৬/০৯/২০২১সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে অনায়াসে এই কবিতায়
-
আলমগীর সরকার লিটন ০৬/০৯/২০২১অসাধারণ ভাবনাময়
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০৯/২০২১অনন্য আশাবাদ প্রিয় কবি।
-
ফয়জুল মহী ০৫/০৯/২০২১সুন্দর ও প্রাণবন্ত