www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অভ্যাগত শারদ উৎসব হোক

অভ্যাগত ! শারদ উৎসব হোক
প্রজ্ঞা স্নিগ্ধ আলোর জ্বলন্ত শিখা,
হোক,শ্বাসরুদ্ধ সময়ের অন্ধকার বিনাশী
দাউ-দাউ করে জ্বলে ওঠা দেদীপ্যমান সবিতা।

অভ্যাগত ! শারদ বন্দনা হোক
চারিদিকে ঘনীভূত হওয়া সংশয়,
শঙ্কার,ভ্রষ্টাচারের,নারী নির্যাতনের
কুহেলিকা বিনাশী এক নতুন
অঙ্গিকারের জীবন সংহিতা ।
প্রেম প্রীতি সহানুভূতিশীল স্নেহে
সিক্ত এক যৌবনদীপ্ত জীবনের
গৌরবজ্জ্বল সু-মধুর মালিতা ।

আগামী শারদ উৎসব থেকে উঠে
আসুক আশা আর আস্থার এক
নতুন বেদ,কোরান,বাইবেল, কিম্বা গীতা।

আগামী শারদ উৎসব থেকে জন্ম হোক
আতঙ্ক,সন্ত্রাস,ডাইনি-হত্যা কুসংস্কার
রুধিবার একজন শান্ত,আপ্ত,সত্যকাম
মহা বলবান বিধাতা পুরুষোত্তমের।

আগামী শারদীয়া উৎসব থেকে ঝংকৃত
হোক শান্তি সত্যের ওংকার ধ্বনিতে
এক নির্মল সত্যতার গণসঙ্গীত।

দিকে দিকে প্রজ্জ্বলিত হোক
অহিংসা,প্রেম,মৈত্রী,সমন্বয়
আর মানবতা,মানবতা,মানবতা
কেবল এক সুস্থির মানবতার বাণী....।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ
  • সুব্রত ভৌমিক ১৩/০৯/২০২১
    এতো সবার মনের কথা!
    কবি, লিখেছেন সুন্দর কবিতা।
  • দীপঙ্কর বেরা ১০/০৯/২০২১
    ভাল কবিতা
  • আমি-তারেক ০৬/০৯/২০২১
    Sundor vabna...
  • ফয়জুল মহী ০৬/০৯/২০২১
    Good post
  • অভিজিৎ হালদার ০৬/০৯/২০২১
    সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে অনায়াসে এই কবিতায়
  • অসাধারণ ভাবনাময়
  • অনন্য আশাবাদ প্রিয় কবি।
  • ফয়জুল মহী ০৫/০৯/২০২১
    সুন্দর ও প্রাণবন্ত
 
Quantcast