www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিছিল

বিশ্বের অবজ্ঞাত স্থানে ছুঁড়ে
ফেলা ক্লেদাক্ত জীবনের স্তুপে
আমার জন্ম কিংবা জন্ম
দিয়েছে হার কঙ্কালসার নগ্ন
শিথীল পা গুলো ।

তাদের বহ্নিমান দৃপ্ত প্রত্যয়ে
বেঁচে আছি থাকবো ....
আমি মিছিল !

আমার মৃত্যু আমি জানিনা ।
কামান,বন্দুক হিংস্র অন্ধকার ছাঁউনির নীচে শেকল ছেড়ার আনন্দে
ভল্গার জীবন ছন্দে নেচে উঠি
আমি মিছিল ।

আমি মিছিল !
আমি বিদ্রোহী জীবন
পৃথিবীর শির়ায় শিরায় সঞ্চালিত
আমি অনাগত নতুন ,

আমি পৃথিবী মুক্ত সত্বা-----
আমি মিছিল ।

। ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ।

বিঃদ্রঃ- "মে দিবসে" বিশ্বের সকল মজদুর ভাইদের " লাল সেলাম" জানিয়ে উৎসর্গীত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast