ক্রীতদাস
জীবনের প্রাপ্তির সন্ধানে
কখন যে হয়ে পড়ি
প্রাপ্তির ক্রীতদাস।
অজান্তেই হাল্কা হয়ে যায়
জীবনের সব মূল্যবোধ।
আমরাই সুখে দুঃখে সন্ধানে
বিধানে,মননে মানবিকতার
অন্তঃসারশূন্য ধ্বজা উড়াই
অনেক জমানো সত্তা হারিয়ে।
কখন যে হয়ে পড়ি
প্রাপ্তির ক্রীতদাস।
অজান্তেই হাল্কা হয়ে যায়
জীবনের সব মূল্যবোধ।
আমরাই সুখে দুঃখে সন্ধানে
বিধানে,মননে মানবিকতার
অন্তঃসারশূন্য ধ্বজা উড়াই
অনেক জমানো সত্তা হারিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/০১/২০২৪নাইস
-
জামাল উদ্দিন জীবন ০৭/০৮/২০২১অভ্যাসে পরিনত হয়ে যায়।
-
কে. পাল ০৭/০৮/২০২১Osadharon
-
আলমগীর সরকার লিটন ০৭/০৮/২০২১বেশ মন ভব প্রকাশ
-
ফয়জুল মহী ০৭/০৮/২০২১মহনীয় প্রকাশ।