জীবন রহস্য সন্ধানে
বেরিয়ে পড় জীবন-রহস্য সন্ধানে !
যন্ত্রনাক্লিষ্ট মানুষের হাতে
তুলে দাও মরণজয়ী মহামন্ত্র।
ব্যাধি-কবলিত ক্রন্দনাতুর মানুষকে
দাও মহানির্বাণ পথের সন্ধান।
ত্যাগ-মৈত্রী-করুনার মৃত্যুঞ্জয়ী
মন্ত্রে উজ্জীবিত করো বিশ্ববাসীকে।
দাও শাশ্বত বাণী...................
আর তমসাবৃত বিশ্ববাসীকে
দাও তিমির হরণের আলোক উৎস।
অজ্ঞতা আর আসক্তি থেকে
মুক্ত করো, মুক্ত করো বিশ্বজুড়ে
দুঃখ যন্ত্রণার মহাক্রন্দণ।
মনুষ্যত্ব লাঞ্ছিত,মানবতা লুণ্ঠিত,
ঐশ্বর্য,অর্থলিপ্সা,হিংসা
বৈষম্যের উগ্রতা থেকে মুক্ত করো।
ভ্রাতৃত্বের, জাতি-বৈষম্যহীণ ঐক্যবোধে,
করুণা, মৈত্রী, প্রেম,
জীবন বোধের জাগরণে--------
হাতে তুলে নাও এক বলিষ্ঠ
মানবতার মহামন্ত্র ।
যন্ত্রনাক্লিষ্ট মানুষের হাতে
তুলে দাও মরণজয়ী মহামন্ত্র।
ব্যাধি-কবলিত ক্রন্দনাতুর মানুষকে
দাও মহানির্বাণ পথের সন্ধান।
ত্যাগ-মৈত্রী-করুনার মৃত্যুঞ্জয়ী
মন্ত্রে উজ্জীবিত করো বিশ্ববাসীকে।
দাও শাশ্বত বাণী...................
আর তমসাবৃত বিশ্ববাসীকে
দাও তিমির হরণের আলোক উৎস।
অজ্ঞতা আর আসক্তি থেকে
মুক্ত করো, মুক্ত করো বিশ্বজুড়ে
দুঃখ যন্ত্রণার মহাক্রন্দণ।
মনুষ্যত্ব লাঞ্ছিত,মানবতা লুণ্ঠিত,
ঐশ্বর্য,অর্থলিপ্সা,হিংসা
বৈষম্যের উগ্রতা থেকে মুক্ত করো।
ভ্রাতৃত্বের, জাতি-বৈষম্যহীণ ঐক্যবোধে,
করুণা, মৈত্রী, প্রেম,
জীবন বোধের জাগরণে--------
হাতে তুলে নাও এক বলিষ্ঠ
মানবতার মহামন্ত্র ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৫/০৮/২০২১বেশ ভাবনাময়
-
আমান শেখ ০৫/০৮/২০২১সুন্দর লিখেছেন
-
জামাল উদ্দিন জীবন ০৫/০৮/২০২১সুন্দর।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০৮/২০২১সুন্দর লেখনী।