স্নেপ শ্বট
কয়েকটা অস্ফুট সাংকেতিক শব্দ
ডুবে গেলো নৈঃশব্দের অতলান্তে!
আমার নীরবতা ভেঙ্গে গেলো।
অসাবধানতায় ভাঙ্গে সব কিছুই
লাগালের মধ্যে সবই নশ্বর।
চোঁখ খুললে দেখতে পাই
আমার ষাট বছরকে,
খুড়িয়ে খুড়িয়ে চলতে গিয়ে
আজ ভীষন ক্লান্ত।।
চোখ বন্ধ করতেই এগিয়ে আসে
প্রাক-তিরিশের দিনগুলো
মরশুমী ফুলের মতো
হাত ধরে আবার এগিয়ে দেয়।
সাহসে আর আশায়
আবার চোঁখ খুলি
হাতের লাঠিটা খুঁজে পাইনা।
হারিয়ে গিয়ে তলিতে যাবার আগে,
এই প্রথম সবাইকে আলিঙ্গন
করতে চাই।
ডুবে গেলো নৈঃশব্দের অতলান্তে!
আমার নীরবতা ভেঙ্গে গেলো।
অসাবধানতায় ভাঙ্গে সব কিছুই
লাগালের মধ্যে সবই নশ্বর।
চোঁখ খুললে দেখতে পাই
আমার ষাট বছরকে,
খুড়িয়ে খুড়িয়ে চলতে গিয়ে
আজ ভীষন ক্লান্ত।।
চোখ বন্ধ করতেই এগিয়ে আসে
প্রাক-তিরিশের দিনগুলো
মরশুমী ফুলের মতো
হাত ধরে আবার এগিয়ে দেয়।
সাহসে আর আশায়
আবার চোঁখ খুলি
হাতের লাঠিটা খুঁজে পাইনা।
হারিয়ে গিয়ে তলিতে যাবার আগে,
এই প্রথম সবাইকে আলিঙ্গন
করতে চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৮/২০২১ভালো।
-
কে. পাল ০৪/০৮/২০২১Osadharon lekha
Moon chuye gelo -
ফয়জুল মহী ০৪/০৮/২০২১অনন্য সৃষ্টি, শুভ কামনা নিরন্তর সাহিত্যের শুভেচ্ছা রইলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৮/২০২১অসাধারণ !
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৮/২০২১সুন্দর লেখনী।