বন্ধ হোক মানবতার ধর্ষণ
মানবতা! তোমার শুদ্ধ সাদা পোষাকগুলো
আমরা সকলেই সদাই জড়িয়ে আছি।
তোমার অমর বাণী
আমরা সবাই গেয়ে থাকি
অথচ, তোমাকে আমরা হত্যা করছি অনবরত..... !
মানবতা! তোমার নামে আমরা শপথ করি অথচ সেই শপথ
আমরা বার বার উলংঙ্গ করছি অমানবিকতায়।
আমাদের মা,দিদি,বোনেরা ধর্ষিতা
হচ্ছে প্রতিদিন,ধর্ষিত হচ্ছে
অনেকের শৈশব।
শোষন করে যাচ্ছি অন্যের শ্রমকে
বন্দুক বারুদের গন্ধে মুখরিত চৌদিশ
অথচ, মানবতা! তোমার নামে নিলজ্যভাবে শপথ নিয়ে যাচ্ছি প্রতিক্ষণ..
বন্ধ হোক মানবতার এই নিলজ্য
আতঙ্কিত ধর্ষণ।
আমরা সকলেই সদাই জড়িয়ে আছি।
তোমার অমর বাণী
আমরা সবাই গেয়ে থাকি
অথচ, তোমাকে আমরা হত্যা করছি অনবরত..... !
মানবতা! তোমার নামে আমরা শপথ করি অথচ সেই শপথ
আমরা বার বার উলংঙ্গ করছি অমানবিকতায়।
আমাদের মা,দিদি,বোনেরা ধর্ষিতা
হচ্ছে প্রতিদিন,ধর্ষিত হচ্ছে
অনেকের শৈশব।
শোষন করে যাচ্ছি অন্যের শ্রমকে
বন্দুক বারুদের গন্ধে মুখরিত চৌদিশ
অথচ, মানবতা! তোমার নামে নিলজ্যভাবে শপথ নিয়ে যাচ্ছি প্রতিক্ষণ..
বন্ধ হোক মানবতার এই নিলজ্য
আতঙ্কিত ধর্ষণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০৮/২০২১সুন্দর ভাবনা।
-
আলমগীর সরকার লিটন ০১/০৮/২০২১সুন্দর চেতনামূলক কাব্যিক কবি দা
-
নাসরীন আক্তার রুবি ০১/০৮/২০২১চমৎকার প্রকাশ
-
ফয়জুল মহী ৩১/০৭/২০২১Right
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩১/০৭/২০২১তাই যেন হয়।
-
আমান শেখ ৩১/০৭/২০২১সুন্দর লিখেছেন
-
শমসের শেখ ৩১/০৭/২০২১ভালো লিখেছেন তবে কবিতার নাম আর আপনার নাম এগুলো তো আলাদা করে দেয়া আছে কবিতার সাথে না দিলেও পারতেন।