www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধ হোক মানবতার ধর্ষণ

মানবতা! তোমার শুদ্ধ সাদা পোষাকগুলো
আমরা সকলেই সদাই জড়িয়ে আছি।
তোমার অমর বাণী
আমরা সবাই গেয়ে থাকি
অথচ, তোমাকে আমরা হত্যা করছি অনবরত..... !

মানবতা! তোমার নামে আমরা শপথ করি অথচ সেই শপথ
আমরা বার বার উলংঙ্গ করছি অমানবিকতায়।

আমাদের মা,দিদি,বোনেরা ধর্ষিতা
হচ্ছে প্রতিদিন,ধর্ষিত হচ্ছে
অনেকের শৈশব।

শোষন করে যাচ্ছি অন্যের শ্রমকে
বন্দুক বারুদের গন্ধে মুখরিত চৌদিশ
অথচ, মানবতা! তোমার নামে নিলজ্যভাবে শপথ নিয়ে যাচ্ছি প্রতিক্ষণ..

বন্ধ হোক মানবতার এই নিলজ্য
আতঙ্কিত ধর্ষণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর ভাবনা।
    • ডাঃঅলোক সরকার ০১/০৮/২০২১
      ভাব আর ভাবনার সমন্বয়ে মানব জীবন উদ্ভাসিত হয়।আর সঠিক মূল্যায়ন দৃঢ়তার কবচ পরায়।
      ধন্যবাদান্তে অশেষ কৃতজ্ঞতা জানালাম।
  • সুন্দর চেতনামূলক কাব্যিক কবি দা
  • চমৎকার প্রকাশ
  • ফয়জুল মহী ৩১/০৭/২০২১
    Right
  • তাই যেন হয়।
    • ডাঃঅলোক সরকার ০১/০৮/২০২১
      ধনাত্মক পরিকল্পিত ভাবনাই কবি মনে আন্দোলীত হয়। বিশ্বাস আর প্রত্যয় বেঁচে থাকার সোপান।হবে,হবেই কবি।সুন্দর পৃথিবীর কল্পনাই একদিন সুন্দরের পারিজাত নিয়ে উদয় হবে বলেই আমার বিশ্বাস।ধন্যবাদ কবি। ভালো থাকুন সতত।
  • আমান শেখ ৩১/০৭/২০২১
    সুন্দর লিখেছেন
  • শমসের শেখ ৩১/০৭/২০২১
    ভালো লিখেছেন তবে কবিতার নাম আর আপনার নাম এগুলো তো আলাদা করে দেয়া আছে কবিতার সাথে না দিলেও পারতেন।
    • ডাঃঅলোক সরকার ৩১/০৭/২০২১
      ধন্যবাদ। আসলে কপি পেষ্ট করার সময় খেয়াল করিনি।ঠিক করে দিলাম।
      এই ভালোবাসার বর্ষণ আগামীতেও পাবো নিশ্চয়।
      মূল্যায়নের জন্য ধন্যবাদ।
      খুব ভালো থাকবেন কবি। শ্রদ্ধা ও শুভেচ্ছা রইলো।
 
Quantcast