সংস্কৃতির রূপান্তর
সত্য-শিব-সুন্দরের আবাহণের
মধ্যেই সংস্কৃতির অভিব্যক্তি।
সংস্কৃতির মধ্য দিয়েই তার পূর্নতার
সফল গৌরবময় সাধনা ।
জাতির সমন্বয় চেতনায় আর গৌরবময়
ভাবপুঞ্জের যোগফলেই
মৈত্রী বোধের প্রকাশ।
সংস্কৃতি! যেন,
সমুদ্র মেখলা মাথায় তার
হিমালয়ের কিরীট,আকন্ঠ
জড়ানো গঙ্গা যমুনা পদ্মা তার
মালা আর দিগন্তহারা
প্রান্তরে লোকাতীত রহস্যের আভাস।
হয়তো,রূপান্তরের সেই রহস্য ভেদে,
একদিন সুস্হ্য সংস্কৃতির জোয়ারে
বইবে এক প্রানোচ্ছল ধারার বহমানতা।
মধ্যেই সংস্কৃতির অভিব্যক্তি।
সংস্কৃতির মধ্য দিয়েই তার পূর্নতার
সফল গৌরবময় সাধনা ।
জাতির সমন্বয় চেতনায় আর গৌরবময়
ভাবপুঞ্জের যোগফলেই
মৈত্রী বোধের প্রকাশ।
সংস্কৃতি! যেন,
সমুদ্র মেখলা মাথায় তার
হিমালয়ের কিরীট,আকন্ঠ
জড়ানো গঙ্গা যমুনা পদ্মা তার
মালা আর দিগন্তহারা
প্রান্তরে লোকাতীত রহস্যের আভাস।
হয়তো,রূপান্তরের সেই রহস্য ভেদে,
একদিন সুস্হ্য সংস্কৃতির জোয়ারে
বইবে এক প্রানোচ্ছল ধারার বহমানতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ০১/০৮/২০২১"সুন্দরের অবগাহনই কবির ধ্যান।" ধন্যবাদ কবি। ভালো থাকুন সতত।
-
জামাল উদ্দিন জীবন ০১/০৮/২০২১সুন্দর।
-
জামাল উদ্দিন জীবন ০১/০৮/২০২১ভালো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩১/০৭/২০২১বেশ
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৭/২০২১সুন্দরের আবাহন।
-
অভিজিৎ হালদার ৩১/০৭/২০২১বেশ অনুভব
-
আলমগীর সরকার লিটন ৩১/০৭/২০২১বেশ ভাবনাময়