কবিতার দর্পণ
কবি ! কল্পনার তুলিকাতে একটি হৃদয়ের আহ্বানে বললেন কবিতার সুগন্ধগুলো রাখতে একটি হৃদয় দাও ....!
দু'হাত পেতে শুভ্র সকালটায় হৃদয়ে খুঁজলাম কবিতাকে।
কবিতা হৃদয়কে দি'লে.....উদাসীনতা!
কন্ঠ উজার করে সময়কে বললাম তুমি মোর অন্তরীয় প্রতিজ্ঞা গোলাপের পাপড়ি ভরে দাও মোরে প্রেমের প্রাচুর্য্যতা।
কবিতা কন্ঠকে দিলো.......9
l
বিষাদের দু'ফোটা শিশির বিন্দু।
কিন্তু!
কবিতা তুমি যে মোর বিশাল প্রাচিরের সমাজের অন্তরীয় প্রতিজ্ঞা !
তুমিই তো মোর কর্ম,মনের দৃঢ়নিশ্চয়তা...!
তুমি তো মোর কতো মিষ্টি স্বপ্ন কত জীবন্ত মুহূর্ত আর শ্রাব্য সুললিত প্রতিধ্বনি....!
কবিতা! কবিকে দিলো ধ্যানমগ্নতার নিরলঙ্কার আন্তরিকতার এক
চিরন্তন মানবিকতার গান !
কল্পনার স্বরুপ ভেদে হৃদয়ে
উজাগর হ'ল শিল্পীসত্বার পুর্নতায়, দার্শনিকের প্রজ্ঞায়, মহাবিলাপের মহাবেদনার উত্থান মন্ত্র!
মানবতা আর মৃত্যুভয়ের উত্তরণের
এক আশার অজেয় মানব
মহিমার সৃর্যমুখীর গান......!
দু'হাত পেতে শুভ্র সকালটায় হৃদয়ে খুঁজলাম কবিতাকে।
কবিতা হৃদয়কে দি'লে.....উদাসীনতা!
কন্ঠ উজার করে সময়কে বললাম তুমি মোর অন্তরীয় প্রতিজ্ঞা গোলাপের পাপড়ি ভরে দাও মোরে প্রেমের প্রাচুর্য্যতা।
কবিতা কন্ঠকে দিলো.......9
l
বিষাদের দু'ফোটা শিশির বিন্দু।
কিন্তু!
কবিতা তুমি যে মোর বিশাল প্রাচিরের সমাজের অন্তরীয় প্রতিজ্ঞা !
তুমিই তো মোর কর্ম,মনের দৃঢ়নিশ্চয়তা...!
তুমি তো মোর কতো মিষ্টি স্বপ্ন কত জীবন্ত মুহূর্ত আর শ্রাব্য সুললিত প্রতিধ্বনি....!
কবিতা! কবিকে দিলো ধ্যানমগ্নতার নিরলঙ্কার আন্তরিকতার এক
চিরন্তন মানবিকতার গান !
কল্পনার স্বরুপ ভেদে হৃদয়ে
উজাগর হ'ল শিল্পীসত্বার পুর্নতায়, দার্শনিকের প্রজ্ঞায়, মহাবিলাপের মহাবেদনার উত্থান মন্ত্র!
মানবতা আর মৃত্যুভয়ের উত্তরণের
এক আশার অজেয় মানব
মহিমার সৃর্যমুখীর গান......!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৫/০৭/২০২১ভাব ও ভাষার চমৎকার উপস্থাপন, অনিন্দ্য সুন্দর রচনা।
-
ভাস্কর অনির্বাণ ২৪/০৭/২০২১কবিতা আমার গোপন প্রিয়া কাপঁন ধরা অধরে
স্বপ্নের ভুবনে ভাসি নীল নীলাকাশ।
সারানিশি মগ্নতায় কবিতায় করি বাস।।
শুভ কামনা হে কবি,
কবিতায় ফুটেঁ উঠুক লক্ষ কোটি
মানুষের বাচাঁর আঁশ। -
অভিজিৎ হালদার ২৪/০৭/২০২১সুন্দর হয়েছে কবিতাটি।