প্রজন্মের স্বপ্ন
মনটাকে টুকরো টুকরো করে
বিষাদভরা দু'চোঁখ ভেদ করে
বিষাদময় হৃদয়ে আমি
ফেলে রেখে আসি
প্রজন্মের গভীর স্বপ্ন
স্বপ্নাতুর ভবিষ্যতের সন্ধানে।
সময়ের প্রত্যাহ্বানকে ভ্রুকটি করে
শিকার খুঁজি জীবনের আদিপাঠে
নগ্নতার উপপাদ্যে ।
রূঢ় বাস্তব এই পৃথিবীর
কত কোমল এই জীবনকে জোর
করে ঠেলে দিয়ে নগ্ন
বাস্তবের এই পৃথিবীতে
সাগরের মতো নীল চোঁখে খুঁজে
ফিরি স্বপ্ন উদ্ভাসিত হোক বলে।
টুকরো টুকরো দুঃখের সমাধির
লোনাক্ত শোকের রূপ.....
আমরা জানিনা আমাদের
প্রত্যাশাগুলো আসলেতে কি?
বিষাদভরা দু'চোঁখ ভেদ করে
বিষাদময় হৃদয়ে আমি
ফেলে রেখে আসি
প্রজন্মের গভীর স্বপ্ন
স্বপ্নাতুর ভবিষ্যতের সন্ধানে।
সময়ের প্রত্যাহ্বানকে ভ্রুকটি করে
শিকার খুঁজি জীবনের আদিপাঠে
নগ্নতার উপপাদ্যে ।
রূঢ় বাস্তব এই পৃথিবীর
কত কোমল এই জীবনকে জোর
করে ঠেলে দিয়ে নগ্ন
বাস্তবের এই পৃথিবীতে
সাগরের মতো নীল চোঁখে খুঁজে
ফিরি স্বপ্ন উদ্ভাসিত হোক বলে।
টুকরো টুকরো দুঃখের সমাধির
লোনাক্ত শোকের রূপ.....
আমরা জানিনা আমাদের
প্রত্যাশাগুলো আসলেতে কি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২০/০৮/২০২১Sundor
-
তাবেরী ২৪/০৭/২০২১সুন্দর
-
কানিজ ফাতেমা ২৩/০৭/২০২১ভাল লাগলো 😊
-
অভিজিৎ হালদার ২৩/০৭/২০২১বেশ ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৭/২০২১সুন্দর কবিতার জন্য অনেক অনেক শুভকামন।
-
ভাস্কর অনির্বাণ ২৩/০৭/২০২১ভালো লাগলো কবি,শুভ কামনা
-
ফয়জুল মহী ২৩/০৭/২০২১চমৎকার প্রকাশ।
পড়ে খুব ভালো লাগলো