স্মৃতি তুমি রূপালীম
অসংখ্য মানুষ !
কিন্তু,
সকলেই যেন একাকী ।
নিজেকে নিয়েই ,এক ব্যস্ত জীবনপঞ্জির মাঝে হারিয়ে যায় জীবন।
যেন হারিয়ে গেছে চড়াই
শাঁলিখের সুললিত ধ্বনিতে প্রথম
সুর্য্য উদয় হওয়ার উত্তাপ ।
যেন হারিয়ে গেছে *কপৌফুল পরে থাকা
রাস্তার দুইধারে সেই সবুজ গাছের বনানী।
।
যেন হারিয়ে গেছে আনন্দে আত্মহারা হওয়া সেই বন্ধুর দল,, !
শুধু স্মৃতিতে থেকে গ্যাছে এক
অপরূপ মনোরম রুপালীম সময়।
ঃঃঃঃঃঃঃঃঃ
দ্রষ্টঃ-**কপৌফুল:-ভারতের অসম প্রদেশের এক প্রকার বসন্ত ঋতুর অর্কিড।
কিন্তু,
সকলেই যেন একাকী ।
নিজেকে নিয়েই ,এক ব্যস্ত জীবনপঞ্জির মাঝে হারিয়ে যায় জীবন।
যেন হারিয়ে গেছে চড়াই
শাঁলিখের সুললিত ধ্বনিতে প্রথম
সুর্য্য উদয় হওয়ার উত্তাপ ।
যেন হারিয়ে গেছে *কপৌফুল পরে থাকা
রাস্তার দুইধারে সেই সবুজ গাছের বনানী।
।
যেন হারিয়ে গেছে আনন্দে আত্মহারা হওয়া সেই বন্ধুর দল,, !
শুধু স্মৃতিতে থেকে গ্যাছে এক
অপরূপ মনোরম রুপালীম সময়।
ঃঃঃঃঃঃঃঃঃ
দ্রষ্টঃ-**কপৌফুল:-ভারতের অসম প্রদেশের এক প্রকার বসন্ত ঋতুর অর্কিড।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ভাস্কর অনির্বাণ ২০/০৭/২০২১মুগ্ধতা ছড়ালেন কবি
-
আমিনুল ইসলাম (রিয়াজ) ২০/০৭/২০২১রুপকল্পময়
-
মঈনুল ইসলাম ২০/০৭/২০২১মনোমুগ্ধকর!
-
ফয়জুল মহী ২০/০৭/২০২১অনন্য লেখা । মুগ্ধ হলাম । ভীষণ ভালো লাগলো।
-
রেদওয়ান আহমেদ বর্ণ ২০/০৭/২০২১সুন্দর লেখনী